বেলুন দিয়ে সাজানো ঘর, মধুমিতার জন্মদিনে প্রেমিক দেবমাল্য আয়োজন করলেন বিশেষ দিনটির, দেখুন ছবি

জন্মদিন সবসময় সকলের কাছে স্পেশাল দিন হয়। তেমনই টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের কাছে তার জন্মদিন ছিল বেশ স্পেশাল। আর তার জন্মদিনে সমস্ত আয়োজন করলেন তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। এই বিশেষ দিনে বাড়িতে সাদামাটা জন্মদিন পালন করলেন তিনি। সঙ্গে পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে বিশেষ দিনটি সেলিব্রেট করলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই মূহুর্তের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।

সেখানেই তাকে দেখা গিয়েছে কেক কেটে মধুমিতা তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে যেমন খাইয়ে দিচ্ছেন তেমনই তার বাবা মা’কে খাইয়ে দিলেন কেক। দেবমাল্যকেও দেখা গেলো, প্রেমিকাকে কেক খাইয়ে দিতে। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে ঘরটিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর বিছানার উপর সাজিয়ে রাখা হয়েছে কেক সহ সমস্ত উপহার।

আর সেই বিছানায় বসেই কেক কাটছেন মধুমিতা। কেক কেটে সকলকে খাইয়ে দেন তিনি। সকলের পাশাপাশি বাড়ির পোষ্যদের সঙ্গেও সময় কাটালেন মধুমিতা। ছবি পোস্ট করে মধুমিতা লিখেছেন, “না ভোলার মতো একটা দিন। কত হাসি, আনন্দ আর সম্পর্কের উষ্ণতা, আমার হৃদয় আনন্দে ভরে উঠেছে। এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য তোমায় অনেক ভালবাসা দেবমাল্য চক্রবর্তী।”

মধুমিতা রূপোলী পর্দার মানুষ হলেও দেবমাল্যর রূপোলী পর্দার সঙ্গে একেবারেই যোগাযোগ নেই। জানা যাচ্ছে, দেবমাল্য মধুমিতার ছোটোবেলার বন্ধু। গতবছর দুর্গা পুজোর অষ্টমীর দিন প্রেমিক দেবমাল্যকে প্রকাশ্যে আনেন মধুমিতা। জানা যাচ্ছে, দেবমাল্য ক্রিকেট খেলতে ভালোবাসেন। এর আগে যদিও টলি পাড়ার অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় মধুমিতার। তাদের আইনি বিচ্ছেদ না হলেও বহুদিন ধরেই তারা আলাদা থাকেন।

#madhumitasarcar #birthdaycelebration

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক