পুজোর সময় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। অবশেষে সেই ছবির সাফল্য যেনো আরও এক ধাপ এগোলো। বাংলার গণ্ডি পেরিয়ে ছবিটি এবার জাতীয় স্তরে মুক্তি পেয়েছে। আর তারই সাফল্য কামনায় এবার পুরীর জগন্নাথ ধামে পুজো দিলেন মিমি চক্রবর্তী। আর তার সঙ্গে শেয়ার করলেন একাধিক ছবি।
মিমি চক্রবর্তী ‘রক্তবীজ ২’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এবার গোটা দেশে সেই ছবির আরও এক ধাপ বেশি সাফল্য কামনায় তিনি লক্ষ্মী পুজোর পরই পুজো দিতে হাজির হয়েছেন পুরীর মন্দিরে। ঈশ্বরের প্রতি ভক্তি মিমির বরাবরই। বাড়িতে প্রায় সব পুজোই করেন তিনি। দুর্গা পুজোতে মিমির বাড়িতে জমজমাট আয়োজন থাকে। বড় প্রতিমা ও খাওয়াদাওয়ার আয়োজনে ভরে থাকে চারিদিক।
এরপরই কিছুদিন আগেই গিয়েছে লক্ষ্মী পুজো। আর তাতেও কোনও খামতি রাখেননি মিমি। এবার ছবির সাফল্য কামনায় পুরীর জগন্নাথ ধামে ব্যস্ত শিডিউলের মাঝে হাজির হলেন তিনি। সমুদ্র সৈকতে হাসিমুখে ধরা দিলেন অভিনেত্রী। মাথায় ওড়না জড়িয়ে সালোয়ার কামিজে ছবিতে ধরা দিলেন অভিনেত্রী। তার বন্ধুর সঙ্গেও ছবি দিতে দেখা গিয়েছে তাকে।
যদিও ‘রক্তবীজ ২’ চারিদিকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে। মিমির পাশাপাশি ছবিতে ভালো অভিনয় করেছেন অঙ্কুশ। ইতিমধ্যেই নানান প্রেক্ষাগৃহে ছবির শো চলেছে হাউসফুল। এই বিষয়ে অঙ্কুশ বলেন, “অগ্রীম বুকিং খুলে যাওয়ায় বেশকিছু মানুষ ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছে। খুবই আশাবাদী আমরা।”
