টলি পাড়ায় বড় পর্দা ও ছোটো পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে রূপসা চট্টোপাধ্যায়কে। তবে এখন তার জীবন আর ক্যামেরার ফ্ল্যাশলাইটে জ্বলে ওঠে না। বরং স্বামী ও সন্তান নিয়ে সুখের সংসারে মজে রয়েছেন তিনি। একের পর এক ধারাবাহিকে অভিনয় করলেও বর্তমানে তিনি দীর্ঘদিন রূপোলী জগত থেকে একটু দূরেই রয়েছেন। তবে এসবের মাঝেও কেটে গেলো তার এক বছরের বিবাহিত জীবন।
বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী, আর সেটি যে স্পেশাল হবে তা আর বলে দিতে হয় না। গত বছর ২০২৪ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে সারেন সায়নদীপ সরকার ও রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের দিন রূপসার সাজ মুগ্ধ করেছিল সকলকে। এরপর ফেব্রুয়ারী মাসে পুত্র সন্তানের জন্ম দেন রূপসা। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গিয়েছে আট মাস। এরই মাঝে অক্টোবরেই তাদের বিবাহবার্ষিকী উদযাপন করলেন তারা।
চারিদিকে সাজানো রয়েছে লাল ও সোনালী রঙের বেলুনে। রূপসা ও সায়নদীপের পরনে রয়েছে টিশার্ট এবং তাতে লেখা রয়েছে ‘স্বামী’ ও ‘স্ত্রী’। একেবারে নো মেকাপ লুকে ধরা দিয়েছেন তারা দু’জন। পরিবার ও বন্ধুদের সঙ্গে দিনটি উদযাপন করলেন তারা। তবে শুধু তাই নয়, বিবাহবার্ষিকী উদযাপন করতে শহরের বুকে পাঁচতারা হোটেলেও স্ত্রী রূপসাকে নিয়ে যান সায়নদীপ। সেই ছবিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।
জানা যাচ্ছে, বিবাহবার্ষিকী উপলক্ষে সায়নদীপ ও রূপসাকে ‘স্বামী’ ও ‘স্ত্রী’ লেখা টিশার্ট উপহার দিয়েছেন রূপসার শাশুড়ী। রূপসার পছন্দের খাবারগুলি অর্ডার করেছেন সায়নদীপ। যতই হোক, প্রথম বিবাহবার্ষিকী বলে কথা। সবমিলিয়ে বেশ খুশি রূপসা। টলি পাড়ার কাজ ছাড়ার পর থেকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভ্লগ বানান অভিনেত্রী। তার প্রতিদিনের নানান ঘটনা ভ্লগের মাধ্যমে শেয়ার করেন তিনি। আর তা দেখার জন্য অপেক্ষা করে থাকেন তার অনুরাগীরাও।