রং-বেরঙের পোশাকে সোহিনী সরকার, হলুদ ট্যাক্সিতে চেপে বসতেই লিখলেন “No refusal”

টলি পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। একের পর এক ছবিতে অভিনয় করে তিনি রীতিমতো ঝড় তুলেছেন। তার অভিনয় সত্তা যা মুগ্ধ করে দর্শককে। তবে অভিনয়ের পাশাপাশি ফটোশ্যুটেও বেশ সাবলীল অভিনেত্রী। তার ফটোশ্যুটের ছবিগুলিতে তার সাজসজ্জা এবং তার মধ্যে লুকিয়ে থাকা নতুনত্বকে যেনো দর্শক আবিস্কার করেন। তেমনই সম্প্রতি তিনি কতকগুলি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিতে সোহিনীর সাজ সোশ্যাল মিডিয়ায় ঝর তুলেছে।

সোহিনী নানান রঙের পোশাকে সেজেছেন। নিজেকে যেমন বিভিন্ন রঙের পোশাকে সাজিয়ে তুলেছেন তেমনই তার সঙ্গে মানানসই মেকাপে একেবারে নিজেকে পাল্টে ফেলেছেন তিনি। চোখে টানটান কাজল, চুল বিনুনি করে সামনে এনে রেখেছেন তিনি। তার সাজের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে তার কানের দুলটি। একেবারেই অন্যরকমের দুলটি তার পোশাকের সঙ্গে অন্য মাত্রা টেনেছে।

হলদে রঙের ধুতি প্যান্ট ও তার সঙ্গে নীল রঙের পোশাকে সোহিনী নিজেকে অনন্যা করে তুলেছেন। তাকে কলকাতার জনপ্রিয় হলুদ ট্যাক্সির মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে। হলুদ ট্যাক্সির ভিতর বিভিন্ন ভঙ্গিতে বসে ছবি তুলেছেন তিনি। আর তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “No refusal হলুদ ট্যাক্সি”। ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হতে সময় নেয়নি। একের পর এক কমেন্টে সকলেই সোহিনীর প্রশংসা করেছেন।

এদিকে সিনেমার পর সিরিজে অভিনয় করতে চলেছেন সোহিনী সরকার। তাকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। জি ফাইভ-এ এবার নতুন থ্রিলার গল্পে দেখা যাবে সোহিনীকে। সিরিজটি পরিচালনা করছেন প্রতিম দাশগুপ্ত। সিরিজে টলি পাড়ার একাধিক তারকাকে দেখা যাবে। তার মধ্যে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, শতাফ ফিগার এবং সোহিনী সরকার সহ আরও অনেককেই। যদিও সিরিজটিও বিষয়ে এখনও সম্পূর্ণ তথ্য জানা যায়নি।

error: Content is protected !!