পূর্ব রেলের নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জেরে চলতি সপ্তাহের শেষ থেকে আগামী সপ্তাহের গোড়া পর্যন্ত শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে। ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন, আবার কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। যাত্রীদের অসুবিধা এড়াতে আগেভাগেই এই বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল।
শিয়ালদা–বিধাননগর রোডে ট্র্যাফিক ব্লক
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে বৃহস্পতিবার রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত শিয়ালদা-বিধাননগর রোডের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক চলবে। এর ফলেই বৃহস্পতিবার কয়েকটি গুরুত্বপূর্ণ লোকাল বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বাতিল থাকা ট্রেনগুলি
৩২২৪৯ শিয়ালদা–ডানকুনি লোকাল (রাত ১০:২৩, শিয়ালদা থেকে)
৩২২৫২ ডানকুনি–শিয়ালদা লোকাল (রাত ১১:৪৩, ডানকুনি থেকে)
৩১৪৪৭ শিয়ালদা–নৈহাটি লোকাল (রাত ১১:১৫, শিয়ালদা থেকে)
৩314৫০ নৈহাটি–শিয়ালদা লোকাল (রাত ১১:১৫, নৈহাটি থেকে)
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে যে ট্রেনগুলির
৩১৫৪২ শান্তিপুর–শিয়ালদা লোকাল: বৃহস্পতিবার ব্যারাকপুর পর্যন্ত চলবে
৩১৫১১ শিয়ালদা–শান্তিপুর লোকাল: শুক্রবার ব্যারাকপুর থেকে ছাড়বে
এ ছাড়া শুক্রবার ৫৩১৭১ শিয়ালদা–লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি আগের সময়ের বদলে ভোর ৪:১৫-এ ছাড়বে। একই দিনে ১৩১০৬ বালিয়া–শিয়ালদা এক্সপ্রেস ট্রেনকে ৯০ মিনিট নিয়ন্ত্রণে রাখা হবে।
শিয়ালদা দক্ষিণ শাখায় চার দিনের বড় ট্র্যাফিক ব্লক
গতকাল শুক্রবার রাত থেকেই (ইংরেজি মতে শনিবার এবং ১৫ নভেম্বর) শুরু হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার কাকদ্বীপ–নামখানা রুটে ট্র্যাফিক ব্লক। প্রতিদিন রাত ১২টা ১৫ মিনিট থেকে ভোর ৪টা ১৫ পর্যন্ত চলবে এই রক্ষণাবেক্ষণ কাজ। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এই চার দিন প্রতিদিনই একটি ট্রেন বাতিল থাকবে এবং একাধিক ট্রেনের রুট সীমিত করা হয়েছে।
কাকদ্বীপ–নামখানা শাখায় বাতিল ট্রেন
৩৪৯১৪ লক্ষ্মীকান্তপুর–নামখানা লোকাল (১৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত)
– ভোর ৪:০৭-এ লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ার কথা ছিল।
আরও পড়ুন
কৃষ্ণনগর–আমঘাটা রুটে ছ’টি লোকাল, জানুন টাইমটেবিল
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে যেসব ট্রেনে
৩৪৯৩৬ লক্ষ্মীকান্তপুর–নামখানা লোকাল: কেবল কাকদ্বীপ পর্যন্ত যাবে
৩৪৯৩৫ নামখানা–লক্ষ্মীকান্তপুর লোকাল: কাকদ্বীপ থেকে ছাড়বে
৩৪৭৯১ নামখানা–শিয়ালদা লোকাল: লক্ষ্মীকান্তপুর থেকে যাত্রা শুরু করবে
যাত্রীদের জন্য সতর্কবার্তা
পূর্ব রেল জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সময়সূচি পরিবর্তন অত্যন্ত জরুরি। যাত্রীদের অনুরোধ করা হয়েছে যাত্রার আগে রেলওয়ের অফিসিয়াল রিপোর্ট বা অ্যাপ দেখে নেওয়ার জন্য, যাতে অসুবিধায় না পড়তে হয়।
আরও পড়ুন
মোবাইলে ছবি আপলোড করে প্রচুর টাকা উপার্জন করার সেরা উপায়, সময় নষ্ট না করে এক্ষুনি জানুন বিস্তারিত
