ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে ডিমের জুড়ি মেলা ভার, কী কী উপায়ে ব্যবহার করবেন?

চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে ডিমের ব্যবহার বহুকাল ধরেই চলে আসছে। কিন্তু শুধু চুল নয়, মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে ডিমের ব্যবহার রয়েছে। ডিমের কুসুম ব্যবহার করে ত্বককে করে তোলা যায় দারুণ ঝকঝকে ও মসৃণ। তাই জেনে নিন এমন কিছু ফেসপ্যাক যা বানানো যাবে ডিম দিয়ে।

১) মুখের একাধিক সমস্যার মধ্যে একটি সমস্যা হলো ব্ল্যাকহেডস্। এটি দূর করতে একটি ডিম নিয়ে তা থেকে কুসুমকে আলাদা করে সেটি ফেটিয়ে নিতে হবে। এরপর ফেটানো কুসুমটি ব্রাশে করে নিয়ে সেটি নাকের চারপাশে লাগিয়ে নিন। তারপর একটি টিস্যু পেপার নিয়ে সেটিকে নাকের চারপাশে লাগিয়ে নিতে হবে। কুসুমের প্রথম আস্তরণটি শুকিয়ে গেলে তার উপর আরেকটি প্রলেপ দিন। সেটি শুকিয়ে গেলে লাগিয়ে।রাখা টিস্যুটি টেনে তুলে ফেলুন।

২) ত্বককে উজ্জ্বল করতে একটি ডিমের কুসুম নিয়ে তাতো এক চামচ ঘন ক্রিম, এক চামচ গাজরের রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখতে হবে ৫ থেকে ১০ মিনিট। এরপর শুকিয়ে গেলে গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৩) ত্বক যদি শুষ্ক ও খসখসে হয় তবে সেটিকে ময়েশ্চারাইজ করার জন্য একটি ডিম থেকে কুসুমটি নিয়ে তার সঙ্গে এক চামআ মধু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সেটি ত্বকে মাখিয়ে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এমন ভাবে ত্বকও হবে সুন্দর ও তুলতুলে।

৪) ত্বক যদি তৈলাক্ত হয় তবে তাতে ব্রণ হওয়ার সম্ভাবনা হয় প্রবল। তার জন্য এ্টি ডিমের কুসুম নিয়ে তাতে এক চামচ মধু, এক চামচ বাদাম তেল নিয়ে তা ভালো করে মিশিয়ে নিন। এরপর সেটি ত্বকে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন,
*খোলা চুলে মোহময়ী ইশা, প্রশ্ন ছুঁড়ে দিলেন ‘কে সেই মেয়ে?’..দেখুন ছবি
*ডিমের সঙ্গে ৫ খাবার ভুলেও খাবেন না, খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক