‘অনন্ত-রাধিকার বিয়েতে বোমা…’! টুইটার পোস্ট ঘিরে হইচই মুম্বই পুলিশে

গত ১২ই জুলাই মহা-আড়ম্বরের সাথে সম্পন্ন হলো শিল্পপতি মুকেশ আম্বানীর কনিষ্ঠপুত্র অনন্ত এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিবাহ। বেশ কিছুদিন ধরেই চলছে তাদের বাড়িতে অনুষ্ঠান। যেহেতু এমন শিল্পপতির বাড়িতে অনুষ্ঠান চলছে এবং সেখানে বহু তারকা এবং ধনী ব্যক্তিরা উপস্থিত রয়েছেন সেই কারণে সুরক্ষা ব্যবস্থাও ছিল বেশ শক্তিশালী।

তবে এরই মাঝে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্ট চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশের কপালে। ইতিমধ্যে ওই ব্যক্তির পরিচয় জানতে চেষ্টা করছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের ‘জিও ওয়ার্ড কনভেনশন সেন্টার’এ বিয়ের আসর বসেছিল। এই নিয়ে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করছেন নেটিজেনরা।

এরই মাঝে একজন @FFSFIR হ্যান্ডেল ব্যবহারকারী এক এক্স পোস্টে লেখেন, ‘আমার মাথায় একটি নির্লজ্জ চিন্তা ঢুকে গেলো যে, আম্বানির বিয়েতে একটি বোমা বিস্ফোরিত হলে অর্ধেক পৃথিবী ওলটপালট হয়ে যাবে। এক পিন কোডে ট্রিলিয়ন ডলার।’

যদি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো এফআইআর দায়ের করা হয়নি। যে ব্যাক্তি এই পোস্ট করেছিলেন তার খোঁজ চলছে বলে জানিয়েছেন পুলিশের এক বরিষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, ‘এই মেসেজকে ভুয়ো বলে ধরে নেওয়া হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট খতিয়ে দেখার দায়িত্বে থাকা টিম অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবে।’

এছাড়া বিষয়টিকে ধাপ্পাবাজি বলেও আখ্যা দেওয়া হয়েছে। তবে তারা কোনোরকম ঝুঁকি নেয়নি বরং সতর্কতা অবলম্বন করেছিলেন। যদিও এখনো কারোর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি।