পুজোয় মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের, নিষ্ঠুর আগুন কেড়ে নিল ১০ বছরের ‘সইফ আলি খান’কে!

গোটা দেশ যখন উৎসবের আনন্দে মেতে উঠেছে ঠিক তখনই মর্মান্তিক মৃত্যুসংবাদ। রাজস্থানের কোটার অনন্তপুরা এলাকায়, একটি বহুতল ভবনে আগুনে পুড়ে মারা গেল মাত্র ১০ বছরের শিশু অভিনেতা বীর শর্মা। ওই ঘটনায় বীর শর্মার দাদা শৌর্য শর্মাও আগুনে পুড়ে মারা গিয়েছেন বলেই খবর।

প্রয়াত শিশুশিল্পী বীর পৌরাণিক ধারাবাহিক ‘বীর হনুমান’-এ লক্ষ্মণের ছোটবেলার চরিত্রে করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সইফ আলি খানের আগামী ছবিতে অভিনেতার ছেলেবেলার চরিত্রে অভিনয় করার কথা ছিল বীরের। শিশুশিল্পীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বলিউড।

বহুতলে কী ভাবে আগুন লেগেছিল?

স্থানীয় পুলিশ সুপারিনটেনড্যান্ট তেজস্বিনী গৌতম জানিয়েছেন, বহুতলের চতুর্থ তলে শর্মা পরিবার থাকে। রীতা শর্মার ছেলে বীর অভিনেত্রী। অভিনেত্রী রীতা বড়পর্দা, ধারাবাহিক, সিরিজে অভিনয় করেন। সূত্রমারফত খবর, দুর্ঘটনার সময় শুটিংয়ের কাজে মুম্বইয়ে ছিলেন অভিনেত্রী রীতা। অন্যদিকে অফিসের একটি অনুষ্ঠানে বাইরে ছিলেন বীরের বাবা জিতেন্দ্র শর্মা। এই পরিস্থিতে শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লেগে যায়। মর্মান্তিক ঘটনার পর বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে টনক নড়ে প্রতিবেশীদের। এর পর তাঁরা দরজা ভেঙে তাঁরা দেখেন, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে গোটা বাড়ি। ভস্মীভূত হয়ে আছে বসার ঘর। অন্যান্য ঘরেও স্পষ্ট পোড়া দাগ রয়েছে। আর মেঝেয় অচৈতন্য অবস্থায় পড়ে আছে দুই ভাই। এর পর হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন,
Debmalya-Madhumita: ভালোবাসার বর্ষপূর্তি! বিয়েটা কবে সারছেন মধুমিতা? দেখুন কী জানালেন তার প্রেমিক

কীভাবে মৃত্যু হয় শিশুশিল্পী বীর এবং তার দাদার?

প্রাথমিক তদন্ত অনুযায়ী ধারণা, ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়েই মারা গিয়েছে শিশুশিল্পী বীর এবং তার দাদা। তাদের শরীরে পোড়া দাগও রয়েছে। দুই ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর হয়ে আছে শর্মা পরিবার। তাদের মনের পরিস্থিতি ভাষায় বর্ণনা করা অসম্ভব। রীতা এবং জিতেন্দ্র তাঁদের সন্তানদের আজীবন বাঁচিয়ে রাখতে বীর এবং শৌর্যের চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

আরও পড়ুন,
Alia-Ranbir: রনবীরের জন্মদিনে কাঁচাহাতে শুভেচ্ছাবার্তা লিখলো একমাত্র কন্যা রাহা! ছবি ভাগ করে নিলেন আলিয়া

error: Content is protected !!