Aadhaar Card: কী কী কাজে ব্যবহার করা যায় না আধার কার্ড? জানুন UIDAI-এর নিয়ম

Aadhaar Card: UIDAI স্পষ্ট জানিয়েছে—আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্মতারিখের নয়। ডাক বিভাগকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ।

আধার কার্ডে নেই নাগরিকত্ব বা জন্মতারিখের প্রমাণ

Aadhaar Card
Aadhaar Card

ভারতের নাগরিকদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত আধার কার্ড (Aadhaar Card)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আয়কর রিটার্ন জমা, মোবাইল সিম কেনা থেকে শুরু করে সরকারি ভর্তুকি—সব ক্ষেত্রেই প্রয়োজন এই ১২ অঙ্কের ইউনিক নম্বর। তবে, আধার আসলে কী প্রমাণ করে—তা নিয়ে অনেকের মনে এখনও প্রশ্ন রয়েছে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এবার স্পষ্ট জানাল, আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণ (Proof of Identity) হিসেবে গ্রহণযোগ্য। এটি কোনওভাবেই নাগরিকত্ব (Proof of Citizenship) বা জন্মতারিখের (Date of Birth) প্রমাণ নয়।

সম্প্রতি ডাক বিভাগ একটি নির্দেশ জারি করেছে যেখানে বলা হয়েছে, আধার নম্বর বা তার প্রমাণীকরণ শুধুমাত্র ব্যক্তির পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহৃত হতে পারে। কিন্তু এটি জন্মতারিখ নির্ধারণের বৈধ প্রমাণ নয়। তাই আধারকে জন্মতারিখ বা নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে ব্যবহার করা উচিত নয়।

সরকার সমস্ত ডাকঘরকে নির্দেশ দিয়েছে, এই তথ্য সাধারণের জানার জন্য নোটিস বোর্ডে স্পষ্টভাবে প্রদর্শন করতে।

এদিকে UIDAI সম্প্রতি আধার আপডেট ফি বাড়িয়েছে।

ডেমোগ্রাফিক আপডেট (নাম, ঠিকানা, জন্মতারিখ): ₹৫০ → ₹৭৫

বায়োমেট্রিক আপডেট: ₹১০০ → ₹১২৫

তবে শিশুদের আধার নিবন্ধন ও আপডেট সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। শিশুদের বায়োমেট্রিক আপডেট তিন ধাপে করতে হবে—৫ বছর, ৫-৭ বছর, এবং ১৫-১৭ বছর বয়সে।

সব মিলিয়ে, আধার এখন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য পরিচয়পত্র হলেও UIDAI বারবার মনে করিয়ে দিচ্ছে—এটি নাগরিকত্ব বা জন্মতারিখের প্রমাণ নয়। তাই যে কোনও সরকারি বা বেসরকারি প্রয়োজনে আধার ব্যবহারের আগে তার সীমাবদ্ধতা জানা জরুরি।

#AadhaarCard #UIDAI #IndiaNews #DigitalIdentity #GovernmentServices #AadhaarUpdate #CitizenshipProof #AadhaarAwareness

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক