তিনি দাঁড়িয়ে রয়েছেন অথচ তার আশেপাশে ঘুরছে দুটি পাখি সমেত পোশাকের বাকি অংশ। এমনই অবতারে হাজির হলেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ। এখন আর অদ্ভুত পোশাকের কথা শুনলে কেউ অবাক হন না। কারণ, প্রত্যেকেই জানেন উরফি মানেই কিছু না কিছু নতুনত্ব থাকে।
সেরকমই এবার একটি পোশাক পরে হাজির হয়েছিলেন তিনি। প্রথম দেখার মনে হবে তিনি কোনো চক্রাকার বস্তুর মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সেটাই তার পোশাকের অংশ। এই পোশাকটি মূলত রাজকুমারী সিনড্রেলার দ্বারা অনুপ্রাণিত।
তবে তাতে কিছুটা নতুনত্ব এনেছেন তিনি। শুরুতেই দেখা যায় কয়েকজন ব্যক্তির সাথে তিনি পোশাকটি তৈরি করছেন। মূলত একটি স্টেজের মতোন ছোট জায়গা তার চারপাশেই ঘুরছে লোহার পাত। পোশাকের কিছুটা অংশ ওই পাতে জড়ানো এবং তাতে দুটি নকল পাখি।
এরপর সম্পূর্ণ পোশাকটি দেখে রীতিমতো চমকে গিয়েছেন সকলে। কারণ, বেশ অন্যরকম লাগছিল সেটি দেখতে। কারণ, হঠাৎ দেখলে মনে হয় তিনি দাঁড়িয়ে রয়েছেন আর তার চারপাশে দুটি পাখি উড়ে বেড়াচ্ছে। ভিডিওতে তিনি বলেন হয়তো অনেকেই এই পোশাকটি বুঝতে পারবেন না। তবে এটি তৈরি করতে বেশ কষ্ট হয়েছে।
এই ভিডিওটি দেখার পর কেউ তাকে ট্রোল করেননি বরং প্রশংসায় ভরিয়ে তুলেছেন। প্রত্যেকেই বলেছেন তিনি ফ্যাশনের প্রতি নিজেকে নিবেদন করেছেন। তাই ক্রমাগত তার ফ্যাশন সেন্স উন্নত হচ্ছে। তবে আজ এই প্রশংসা প্রাপ্তির যাত্রা মোটেই সহজ ছিল না। শুরুর দিকে প্রচুর কটাক্ষের সম্মুখীন হয়েছেন তিনি।