Uorfi: সমুদ্রসৈকতে শাড়িতে উষ্ণতা বাড়িয়ে তুললেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ (Uorfi Javed)। তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে অনুরাগীদের বুকে। সাধারণত অদ্ভুত রকমের পোশাক পরেই তাকে দেখা যায়। তবে এবার সম্প্রতি শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। যদিও সেখানে উন্মুক্ত হয়েছে শরীরের বেশ কিছুটা অংশ।
এদিন তাকে একটি বেগুনি রঙের শাড়িতে দেখা গিয়েছে। তবে তার ব্লাউজটি ছিল ভীষণভাবে উন্মুক্ত। সমুদ্রের পাশে দাঁড়িয়ে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। আর ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, শাড়ি পরে তার আলাদাই অনুভূতি হয়। পোস্ট করা মাত্র সেগুলি ভাইরাল ঝড়ের গতিতে।
প্রত্যেকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তার এই ছবি অনুরাগীদের বুকে ঝড় তুলতে সক্ষম। অনেকে তার এই সৌন্দর্য্যের রহস্য জানতে চেয়েছেন। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলো পোস্ট করে রীতিমতো সকলকে চমকে দিয়েছেন উরফি।
যদিও শুরুর দিকে তাকে ঘিরে চলতো নানান সমালোচনা। বিশেষ করে তার তৈরি পোশাকগুলোর জন্য নানান কটাক্ষের সম্মুখীন হতে হতো তাকে। তবে সেসব বিষয় নিয়ে কখনোই মাথা ঘামাননি বরং তিনি যা করতে পছন্দ করেন, যে সব পোশাক পরতে পছন্দ করেন তাই পরে গিয়েছেন।
সে বিষয়টিকেই এখন প্রশংসায় ভরিয়ে তোলেন সকলে। তাদের মতে ফ্যাশন দুনিয়ায় রীতিমতো বিপ্লব এনেছেন উরফি। তিনি এমন সব জিনিস দিয়ে পোশাক তৈরি করছেন যা মানুষ পরার কথা ভাবতেই পারেন না। বিশেষ করে তিনি নিজেই পোশাকগুলি তৈরি করেন, এই বিষয়টি তাকে সকলের থেকে আলাদা করে।
#Uorfi

