ভাঙল ১২৫ বছরের রেকর্ড, তুমুল বৃষ্টিতে জল জমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রে, বিধ্বস্ত জনজীবন

শুক্রবার রাতভর বৃষ্টি ও শনিবার সকালে বৃষ্টির পর এবার জল জমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে। গত তিন ধরে বৃষ্টির জলে বিপর্যস্ত সেখানকার জনজীবন। কোথাও হাঁটু সমান জল জমে চলাফেরার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির পরিমাণ এতই বেশি যে গত ১২৫ বছরে অক্টোবর মাসে বারাণসীতে এত বৃষ্টি হতে দেখা যায়নি। ১৯০০ সালের ৯ই অক্টোবর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চত্বরে বৃষ্টি হয় ১৩৮.৯ মিলিমিটার।

অবশেষে এবার সেই বৃষ্টিই হতে দেখা গেলো গত তিন দিন ধরে। শুক্রবার টানা ৯ ঘন্টায় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চত্বরে ১০৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এত বৃষ্টির ফলে ডুবে গিয়েছে সেখানকার বহু জায়গা। স্যার সুন্দরলাল হাসপাতাল চত্বরে হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। সেই জল পেরিয়েই পারাপার করেছেন রোগী ও তার আত্মীয়-স্বজনরা। জমা জলে বিধ্বস্ত হয়েছে সাধারণ মানুষের জীবনযাপন।

আরও পড়ুন,
Sohini: জন্মদিনের শুভেচ্ছায় আপ্লুত সোহিনী! ভক্তদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন অভিনেত্রী

এদিকে তুমুল বৃষ্টিপাতের ফলে বারাণসীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কমে গিয়েছে। এদিকে জমা জল কোথাও হাঁটু সমান কিংবা কোথাও কোমর পর্যন্ত। আর সেই জলে চলাফেরা করার জন্য সাধারণ মানুষকে কাপড় গুটিয়ে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে। শুক্রবার রাতে বৃষ্টি শুরু হলেও শনিবার পর্যন্ত তা থামেনি। আর এরফলে গোটা চত্বর জলমগ্ন হয়ে যায়।

আরও পড়ুন,
Sohini: জন্মদিনের শুভেচ্ছায় আপ্লুত সোহিনী! ভক্তদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন অভিনেত্রী

বেনারস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র। শোনা যায় এই জায়গার একাধিক উন্নয়ন সংগঠিত হয়েছে কয়েক বছরের ব্যবধানে। কয়েক দিন আগে কলকাতায় এক রাতের বৃষ্টিতে জল জমে গিয়েছিল। বিশেষ করে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গা জলের তলায় চলে গিয়েছিল। সাধারণ মানুষের ঘরের মধ্যে ঢুকে পড়ে জল। এবার সেই পরিস্থিতি সৃষ্টি হলো প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রতে। এবার কি তবে বারাণসী শহরের নিকাশি ব্যবস্থা সম্পর্কেও প্রশ্ন উঠে গেলো? যদিও তা সময়ই বলবে।

আরও পড়ুন,
Arbaaz Khan: ৫৮ বছরে ফের বাবা হলেন আরবাজ খান, পুত্র নাকি কন্যা সন্তান এলো ঘরে?

error: Content is protected !!