বাস্তু মতে অনেক কাজ রয়েছে যা করলে জীবনে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে যায়। তাই এমন কিছু কাজ যা বাস্তুতন্ত্রে বলা হয়েছে সেগুলি মেনে চললে জীবনে কিছুটা বদল ঘটতে পারে। তাই অনেকসময় বালিশের নীচে কিছু নির্দিষ্ট জিনিস নিয়ে ঘুমালে জীবনে কিছু ক্ষেত্রে বদল ঘটতে দেখা যায়। তবে সেই জিনিসগুলি কী তা জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
বাস্তুতন্ত্র মতে সুস্থ জীবনযাপনের জন্য বালিশের নীচে তালা রেখে ঘুমালে ফল পাওয়া যায়। কিন্তু কীভাবে সেই ফল মিলবে বা গোটা পদ্ধতিটি জেনে নেওয়া যাক।
অনেকেই নানান চিন্তা ও মানসিক চাপের জন্য ঘুমাতে পারেন না। ঘুমের ব্যাঘাত ঘটে। ঠিকঠাক ঘুমের জন্য বালিশর তলায় রাখুন তালা। এর ফলে মানসিক চাপ ও চিন্তা দূর হবে এবং ঘুম হবে ভালো।
অনেকে ঘুমের সময় খারাপ স্বপ্ন দেখেন। স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে বালিশের তলায় তালা রেখে ঘুমালে উপকার পাওয়া যাবে। এর পাশাপাশি বালিশের তালা রাখলে যেকোনো আটকে থাকা কাজ সহজে সফল হয়।
এছাড়া লোহার তালা বালিশের তলায় রাখলে মানসিক চাপ কমবে। জীবনে আমাদের অহেতুক ঝামেলা হয় অনেক। আর তার জন্য মানসিক শান্তি বিঘ্নিত হয়। সেইসময় বালিশের নীচে তালা রেখে ঘুমালে সুখে জীবন অতিবাহিত করা যায়।
আরও পড়ুন,
*রুক্ষ শুষ্ক মরুভূমিতে সবুজ ঘাস, চরছে গবাদি পশুও! বদলাচ্ছে আরবের মরুভূমি
*লোকাল ট্রেনে যাতায়াত, রান্না করা, সৌরভ কন্যা সানার লন্ডনের জীবন কেমন? জানালেন ডোনা