‘বাচ্চাদের মতন দারুণ খুশি’, দেবের হাত ধরে মধ্যরাতে কোথায় গেলেন রুক্মিণী?

শনিবার দেব ও রুক্মিণীকে দেখা গেলো শহর ছাড়তে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারা দু’জনেই ক্যামেরার সামনে কালো পোশাকে ধরা দিয়েছেন। দু’জনের পরনে রয়েছে কালো রঙের পোশাক। মধ্যরাতে কলকাতা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গিয়েছে তাদের। দেবকে এদিন দেখা গিয়েছে কালো রঙের পোশাকে। কালো শার্ট ও প্যান্টে।

অপরদিকে রুক্মিণীর পরনে ছিল লাল টপ, কালো জ্যাকেট ও কালো কার্গো প্যান্ট। কয়েকদিনের জন্য কাজের থেকেে বিশ্রাম নিয়েছেন তারা। জানা গিয়েছে, দু’জনে মিলে ছুটি কাটাতে যাচ্ছেন। তবে কোথায় যাচ্ছেন তা জানা যায়নি। গন্তব্যে রওনা হওয়ার রুক্মিণী নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু ইনস্টাগ্রাম স্টোরি দেন।

যেখানে তাকে দেখা গিয়েছে ফ্লাইটে চা খেতে। কাপের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমি এখন বাচ্চাদের মতন দারুণ খুশি।” এরপর আরেকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “পরের গন্তব্য কোথায়?” এর পাশাপাশি তাকে কয়েকটি বুমেরাং পোস্ট করতে দেখা গিয়েছে। তারা কোথায় যাচ্ছেন তা জানা না গেলেও তারা বেশ খোশমেজাজে রয়েছেন তা বলাই বাহুল্য।

দু’জনের অভিনয় জীবনে সাফল্যের গ্রাফ নিয়মিত উর্ধ্বমুখী হচ্ছে। দেবকে সৃজিত মুখার্জির আগামী ছবি ‘টেক্কা’-তে দেখা যাবে। এই ছবিতে দেবের সঙ্গে অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র সহ আরও একাধিক তারকা। এরপর শীতকালীন মরশুমে মুক্তি পেতে চলেছে ‘খাদান’।

সেই ছবিতে দেব ছাড়াও দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তিনি বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গে অভিনয় করবেন। ছবিটির নাম ‘প্রতীক্ষা’।

আরও পড়ুন,
*ছোটপর্দা থেকে হঠাৎ বড়ো পর্দায় সুযোগ, ‘মিঠাই’ ধারাবাহিকে কত পারিশ্রমিক পেতেন সৌমিতৃষা?