বিয়ের মণ্ডপ যেনো রণক্ষেত্র, বর ও কনের মারপিটের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিয়ের মরশুমে চারিদিকে চলছে নতুন জীবন শুরু করার অঙ্গীকার। এই মরশুমে ভারতের নানান জায়গায় প্রতিদিন হচ্ছে একাধিক বিয়ে। সাজগোজ, নাচগান ও হৈ-হুল্লোড়ের সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া। বিয়েতে দু’টি মানুষের নতুন জীবনে পথ চলার অঙ্গীকার। আর এই মরশুমে বিয়ের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কোনোটি হাসির ও মজার আবার কোনোটি অবাক করা ঘটনার।

তেমনই সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি একটি বিয়ের ভিডিও। যদিও ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। কিন্তু ভিডিওতে ঘটা ঘটনা দেখে অবাক হয়েছেন সকলে। ভিডিওতে দেখা গিয়েছে, মিষ্টি খাওয়ানো নিয়ে বিবাদ লেগেছে বর ও কনের মধ্যে। বাগবিতণ্ডা ক্রমে হাতাহাতিতে পৌঁছায়।

বর কনেকে মিষ্টি খাওয়াতে গেলে তা সরিয়ে সপাটে চড় মারেন কনে। বরও ছেড়ে দেবার পাত্র নন। তিনিও কনেকে পাল্টা চড় কষান গালে। এরপর বর ও কনের মধ্যে মারপিট শুরু হয়। টোপর ফেলে দিয়ে পাত্রীট চুলে মুঠি ধরে তাকে পেটাতে থাকেন বর।

সেইসময় পাত্রকে পাল্টা কিল, চড়, ঘুষি মারতে দেখা যায় পাত্রীকে। বিয়ের বাড়ির মণ্ডপ রণক্ষেত্র আকার ধারণ করে। যদিও এই ভিডিওটি ‘ঘর কা কালেশ’ নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ২০২২ সালে পোস্ট করা হয়েছিল। ফের তা নতুন করে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ তা দেখে ফেলেছেন।

আরও পড়ুন,
*জলের দরে বিকোচ্ছে ফুলকপি থেকে বিভিন্ন সবজি, লোকসানে মাথায় হাত চাষিদের

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক