আবারও দুর্ভোগ বাড়তে চলেছে শহরবাসীর। আসন্ন রবিবার, ২৩ নভেম্বর জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হল বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত কোনও যানবাহনই এই সেতু ব্যবহার করতে পারবে না।
কেন বন্ধ হচ্ছে সেতু?
কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর স্টে কেবল ও ডাউন কেবল প্রতিস্থাপনসহ গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ হাতে নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারদের মতে, সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে এই কাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সেই কারণেই রবিবারের দিনে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে জনসাধারণের অসুবিধা তুলনামূলকভাবে কম হয়।
পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, কেবল প্রতিস্থাপন, বেয়ারিং চেকিং ও পুনর্বাসন কাজ চলবে টানা প্রায় আট ঘণ্টা। এই সময় যান চলাচল পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে প্রশাসন।
চলাচলে বড় প্রভাব, কলকাতায় যানজটের পূর্বাভাস
সেতুটি বন্ধ থাকায় এসপ্লানেড, হেস্টিংস, অ্যালিপুর, বটতলা, ময়দানসহ একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে গাড়ির চাপ বাড়বে বলে অনুমান করা হচ্ছে। বিশেষ করে ভোর থেকেই যানজট দেখা দিতে পারে দক্ষিণ ও মধ্য কলকাতার ব্যস্ত রাস্তায়।
কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার এবং সম্ভব হলে মেরামতির সময় বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে।
কোন পথে ডাইভারশন? পুলিশের ঘোষণা
কলকাতা পুলিশের তরফে বেশ কিছু রুট পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে—
এজেসি বোস রোড থেকে পশ্চিমমুখী যানবাহন : সেতুর দিকে যেতে পারবে না, আগেই ঘুরিয়ে দেওয়া হবে বিকল্প রুটে।
হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোড হয়ে সেতুগামী ট্রাফিক : সম্পূর্ণ ডাইভারট।
কোনা বা কেপি রোড থেকে পূর্বমুখী যানবাহন : ময়দান, সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড ও অন্যান্য করিডোরে পাঠানো হবে।
হাওড়া দিক থেকে সেতুমুখী যানবাহন : হেস্টিংস ক্রসিং ও পার্শ্ববর্তী রাস্তায় ডাইভারট করা হবে।
জেমস লং সরণি, এনএইচ-১৬, কেআর রোড : একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে।
পুলিশের ধারণা, সেতুর সম্পূর্ণ বন্ধের ফলে সকাল থেকেই গাড়ির গতি কমে যাবে, এবং কর্মদিবসের আগের রবিবার হওয়ায় বহু মানুষ শহরজুড়ে অতিরিক্ত যানজটের মুখে পড়তে পারেন।
কর্তৃপক্ষের পরামর্শ
যাত্রীদের পরামর্শ—
জরুরি প্রয়োজনে তবেই রওনা দিন
ট্রাফিক অ্যাপ ও পুলিশের আপডেট দেখে রুট ঠিক করুন
বিকল্প রাস্তা ব্যবহারে উৎসাহিত হোন
আরও পড়ুন
২৩ নভেম্বর বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, শহরজুড়ে বড়সড় যানজটের আশঙ্কা
রবিবারের আট ঘণ্টার এই কাজ শেষ হলে সেতুর স্ট্রাকচার আরও সুরক্ষিত হবে বলে আশ্বাস ইঞ্জিনিয়ারদের।
