বাবা হলেন বিক্রম চ্যাটার্জি, নিজেই এই সুখবর জানালেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর হয়তো অনেকেই ভাববেন তাহলে কি গোপনেই বিয়ে সেরেছিলেন তিনি? আর এবার সন্তান জন্মানোর সুখবর জানালেন সকলকে? কিন্তু আসল বিষয়টা অন্য, তিনি পর্দায় বাবা হয়েছেন।
সম্প্রতি বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন তিনি। যার একটিতে দেখা যাচ্ছে এক কন্যা শিশুর সাথে বসে রয়েছেন বিক্রম। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘এবার বাবা হলাম। আমাদের আগামী সিনেমার হিরোইন, যাকে দেখলেই এই পৃথিবীর সমস্ত দুঃখ-কষ্ট-ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। My youngest and prettiest heroine ever, অশ্লেষা।’
আরও পড়ুন,
স্ত্রী ও শাশুড়িকে খুনের অভিযোগে গ্রেফতার দিল্লির যুবক
প্রথমবার বাবার ভূমিকায় অভিনয় করতে চলেছেন বিক্রম। এর আগে তিনি অনেক চরিত্রে অভিনয় করলেও এমন চরিত্রতে তাকে দেখা যায়নি। বাবা ও মেয়ের অকৃত্রিম ভালবাসা নিয়ে তৈরি হতে চলেছে নতুন সিনেমা ‘বাবা’, যা পরিচালনা করছেন জিৎ চক্রবর্তী। যেখানে মূলত কন্যা সন্তানকে বাঁচানোর কঠোর লড়াই তুলে ধরা হবে।
মুখ্য চরিত্রে বিক্রম, আর তার বিপরীতে অভিনয় করছেন কিরণ মজুমদার। এই সিনেমা দিয়েই বড়ো পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন তিনি। এই বিষয়ে পরিচালক বলেন, ‘বিক্রম আর কিরণ এখানে এক দম্পতি। তাদের দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতেই বিক্রমের যাত্রা শুরু। শিশু পাচারচক্রের বিষয়ও আসবে গল্পে। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। তবে এটা শুধু সম্পর্কের গল্পই বলবে না, এতে রহস্যও রয়েছে।’
সিনেমায় বিভিন্ন অ্যাকশন দৃশ্যও দেখা যাবে। যেটি শ্যুট করা হবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। অন্যদিকে বিক্রম, কিরণ ছাড়াও এই সিনেমায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, অরিত্র গঙ্গোপাধ্যায় প্রমুখদের। সন্তানের রক্ষায় একজন বাবা ঠিক কতটা দূরত্ব অতিক্রম করতে পারেন সেই কাহিনীই বলবে ‘বাবা’।