একটি স্টান্ট পরিচালনা করার জন্য গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার অ্যালেক্স চোই! মূলত হেলিকপ্টার থেকে একটি ল্যাম্বরগিনি গাড়িতে আতশবাজির ফোটানোর স্টান্ট ভিডিও তৈরি করেছিলেন তিনি। ফেডারেল ফৌজদারি অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে সম্পূর্ণ স্টান্টটি তিনি নিজেই পরিচালনা করেছিলেন। এই বিষয়ে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চোই ওই ভিডিওটি পরিচালনা করেছেন। যেখানে দুইজন নারীকে একটি ল্যাম্বরগিনিতে আতশবাজি ফোটাতে দেখা গিয়েছে।’
একইসাথে বলা হয়েছে, বিমানটিকে চিত্রগ্রহণের অনুমতি না নিয়ে মাটির কাছাকাছি উড়তে দেখা গিয়েছিল। ২০২৩ সালের ৪ঠা জুলাই ইউটিউবে এই আতশবাজি দিয়ে ল্যাম্বরগিনি ধ্বংস করার ভিডিও পোস্ট করেছিলেন চোই। যদিও তার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেটি মুছে ফেলা হয়েছে।
একটি সংবাদমাধ্যমের তরফ থেকে ভিডিওটির কিছু অংশ শেয়ার করে বলা হয়েছে, ‘ইউটিউবার অ্যালেক্স চোইকে একটি স্টান্টের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তাকে একটি হেলিকপ্টার থেকে $ ৩০০,০০০ ডলারের ল্যাম্বরগিনি লক্ষ্য করে আতশবাজির নিক্ষেপের একটি ভিডিও করতে দেখা গিয়েছিল।’
পাশাপাশি সেখানে আরো বলা হয়েছে, ‘বিমানে তার দাহ্য পদার্থ স্থাপন করার অভিযোগের জন্য ১০ বছরের কারাদণ্ড হতে পারে। আইন প্রয়োগকারী সংস্থা বিশ্বাস করে যে চোইয়ের হেলিকপ্টারে আতশবাজির ভিডিও করার অনুমতি ছিল না। তিনি নেভাদায় আতশবাজি কিনেছিলেন কারণ তা ক্যালিফোর্নিয়ায় অবৈধ ছিল।’
ভিডিওটি পোস্ট করার কয়েক ঘন্টা পরেই সেটি প্রচুর মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি সেখানে নানান রকমের মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ যেমন লিখেছেন, ‘এতে তিনি দোষী সাব্যস্ত হবেন না। তিনি একটি বড়ো জরিমানা পাবেন।’ আবার আরেকজন লিখেছেন, ‘এটা ওকে কিছু লাইক এনে দেবে।’