ক্রিকেটের মাঠে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে, এরই মাঝে ধরা পড়ল অন্য ছবি, কোহলি ও রোহিত পাকিস্তান ভক্তকে দিলেন সই

পহেলগামে জঙ্গি হামলা ও তারপর পাকিস্তানের উপর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক ঠেকেছিল তলানিতে। আর এর আভাস স্পষ্ট লক্ষ্য করা গিয়েছিল ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের খেলাগুলিতে। তবে এবার যেনো সেই চিত্রের বদল ঘটল। আর সেই বদল আসল রোহিত শর্মা ও বিরাট কোহলির হাত ধরে। সম্প্রতি এক পাকিস্তানের এক বাসিন্দার সঙ্গে ছবি তুললেন বিরাট ও সই ভাগ করে নিলেন রোহিত ও বিরাট।

আর এই খবর সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বিরাট ও রোহিতের প্রশংসা করেছেন সকলে। গত কয়েক মাস ধরে খেলার মাঠে ভারত ও পাকিস্তানের যে ছবি ধরা পড়ছিল তাতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা যেনো অন্য উদাহরণ তৈরি করল। বৃহস্পতিবার পার্থে ভারতের প্রথম অনুশীলন ছিল। আর তার জন্য পার্থে ভারতের গোটা ক্রিকেট দল হোটেল থেকে বের হচ্ছে, সেইসময় সেখানে হাজির হন পাকিস্তানের করাচির বাসিন্দা সাহিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হোটেল থেকে বের হওয়ার সময় কোহলি সাহিলকে লক্ষ্য করেন। আর তখনই কোহল তার কিট ব্যাগ বাসের মধ্যে রেখে সাহিলের দিকে এগিয়ে যান। সাহিল ভারতীয় দলের একটি জার্সি ও রয়্যাল চ্যালেঞ্জারস্ বেঙ্গালুরুর দু’টি জার্সি নিয়ে হাজির ছিলেন। এরপর কোহলি এগিয়ে গিয়ে জার্সি দু’টিতে সই করেন। এরপর বাসে বসে থাকা রোহিত নেমে আসেন বাস থেকে। এরপর তিনিও জার্সিতে সই করেন। আর এরপরই পাক বাসিন্দা সাহিল আনন্দে আত্মহারা হয়ে যান।

এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান এক ভক্তের প্রতি বিরাট কোহলি ও রোহিত শর্মার এমন সহৃদয় ব্যবহার যা মন কেড়ে নিয়েছে অনেকের। যদিও এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলার সময় ভারত পহেলগামে জঙ্গি হামলার ক্ষতকে মনে রেখে মাঠে নেমেছিল। পাকিস্তানের সঙ্গে খেলায় যেমন ভারত জিতেছে একের পর এক খেলা, তেমনই পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেললানি ভারতীয় ক্রিকেটারেরা। এর পাশাপাশি এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে কাপ নেননি ভারতীয় ক্রিকেটারেরা। তারই মাঝে এবার ধরা পড়ল অন্য ছবি।

error: Content is protected !!