সবাইকে বিস্ময়কর করে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু বিবাহ নিয়ে তারা দুজনেই নীরব ছিলেন। নিজেদের সম্পর্ক নিয়ে তেমনভাবে মুখ খোলেননি।
সবশেষে ২০১৭ সালে ডিসেম্বর মাসে ইতালির ফ্লোরেন্সে গিয়ে রাজাদের মত বিবাহ করেছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা। বলা যায় তারপর থেকেই আরম্ভ হয় গন্তব্য বিবাহ-এর চল। আজকাল সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক আলোচনায় শিল্পী গুরুদাস মান তারকার ঝুটি নিয়ে কথা বলেন।
বিরাট অনুষ্কার বিবাহ অনুষ্ঠানের গান গাইতে গিয়েছিলেন গুরুদাস।
তিনি অনেকগুলো পাঞ্জাবি গান গেয়েছিলেন। অনুষ্কা শর্মা সেই গানের কথা নাকি বুঝতে পারছিলেন না। অপরদিকে বিরাট কোহলি পাঞ্জাবি গান শুনতে অভ্যস্ত ছিলেন। তার কাছে এই সংগীতের কথা বুঝতে পারার কোন কঠিন ব্যাপার নয়। গুরুদাস বলেছেন, গান গাওয়ার সময় তিনি দেখেছেন বিরাট কোহলি প্রায় সময় অনুষ্কার কানে কানে কিছু বলছেন। পরে তিনি বুঝতে পেরেছিলেন, পাঞ্জাবি সংগীত অনুবাদ করে অনুষ্কা কে বোঝাচ্ছেন, ক্রিকেটার বিরাট কোহলি।
বিরাট কোহলির বিবাহে অতিথি আপ্যায়নে কোন ঘার্তি ছিল না বলে গুরুদাস জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিরাট আমাকে খুবই ভালোবাসেন’। আমি ভাবছিলাম, তিনি সবাইকে আমন্ত্রণ করেছেন। আমাকে এত ভালোবাসার পরও একবারও ডাকলেন না।’ কিন্তু সংগীত শিল্পীর জন্য অবাক বিষ্ময় ব্যবস্থা করে রেখেছিলেন বিরাট কোহলি। গুরুদাস জানতেনই না দিল্লিতে কার বিবাহের অনুষ্ঠানে তিনি গান গাইতে যাচ্ছেন।
তারপর থেকে দিল্লিতে অনেক স্বামী ও স্ত্রী-র বিবাহে গান গেয়েছেন গুরুদাস। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিবাহে যে সংগীতগুলি গেছিলেন, ওই গুলিরই নিবেদন আসছে বারবার। পাঞ্জাবি সংগীতশিল্পী জানান।