পিতৃদিবসে বাবার প্রতি বিশেষ সম্মান বিরাট কোহলির! জানালেন সাফল্যের রহস্য

পিতৃদিবস উপলক্ষ্যে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার জীবনে বাবার ভূমিকা ঠিক কতখানি সেই বিষয়ে খানিকটা ধারণা দিয়েছেন সকলকে। আমরা সকলেই জানি আমাদের সমস্ত জীবনটাই নির্ভর করে বাবা-মায়ের ওপর।

তারা আছেন বলেই আমাদের জীবনের পথ অনেক বেশি মসৃণ হয়ে যায়। সেরকমটাই হয়েছে বিরাটের ক্ষেত্রেও। তবে খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছেন তিনি। ২০০৬ সালে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন তার বাবা প্রেমনাথ কোহলি। তবে তার শিক্ষা, ভালোবাসা, আদর্শ আজও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিরাটের জীবনে।

তিনি দু’জনের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘তিনি আমাকে শিখিয়েছিলেন যে কখনই শর্টকাট বা প্রভাবের উপর নির্ভর করতে হবে না। কারণ, যদি তোমার মধ্যে সত্যিই প্রভাব থাকে, তাহলে কঠোর পরিশ্রম তা দেখিয়ে দেবে। আর যদি তোমার এর জন্য কাজ করার ইচ্ছা না থাকে, তাহলে হয়তো তুমি এখনও তার যোগ্য নও।’

“একবার যখন আমাকে আরও সহজ পথের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। শান্তভাবে বলেছিলেন, ‘,যদি তুমি যথেষ্ট ভালো হও, তাহলে তুমি তোমার পথ খুঁজে পাবে।’ আর যদি না হয়, তাহলে আগে থেকেই তা জেনে নেওয়া ভালো।”

‘সেই একটা মুহূর্তই আমার জীবনযাপন, কাজ এবং পৃথিবীতে আমার উপস্থিতিকে রূপ দিয়েছে। সকল বাবাদের প্রতি শুভ পিতৃদিবস, যাদের নীরব শক্তি আমাদের আজীবন পথপ্রদর্শক হয়ে ওঠে।’ উল্লেখ্য, বিরাটও দুই সন্তানের বাবা। সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে চলেছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক