সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী আর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন না ‘দাগি’ শিক্ষকরা। কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে তালিকা প্রকাশ করে দাগি শিক্ষকদের নাম প্রকাশ্যে আনা হয়। এবার সেই ‘দাগি’ শিক্ষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ সম্মান প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে অডিটোরিয়ামে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ২০২৫ সালের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এবার সেই অনুষ্ঠানে হাজির থেকে অযোগ্য ও দাগি হিসেবে যারা আর নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না তাদের নতুন করে সুযোগ দেওয়ার ও বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষকপদে ৫৬ হাজার শূন্যপদ। ৩৫ হাজার বিজ্ঞপ্তি প্রকাশ। অনেকেই আদালতে যান। আমি আদালতের দোষ দিই না।”
তার কথায়, “আনটেইন্টেডদের জন্য আদালত যা নির্দেশ দিয়েছে তার ব্যবস্থা করেছি। যারা শিক্ষক হতে পারবেন না, তাদের গ্রুপ সি করা যায় কিনা দেখছি। তাদের কথা ভেবেই বয়সসীমা বৃদ্ধির কথা ভাবা হয়েছে। আমাদের হাত-পা বাঁধা। কিন্তু আমরা তাদের সুযোগ দিচ্ছি, যাতে তারা পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরতে পারেন।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “১০ বছর শিক্ষক হিসাবে কাজ করার পরেও যাদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, আমরা তাদের নিয়ে আইনত আলোচনা করছি। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তারা আর শিক্ষক হতে পারবেন না, কিন্তু তারা যাতে অন্তত গ্রুপ সি-র চাকরি পান, তার ব্যবস্থা করার চেষ্টা করছি।”