‘আমরা সত্যিই আশীর্বাদধন্য’, একরত্তি মেয়ের প্রথম ছবি পোস্ট করে কি লিখলেন আলি ফজল?

সদ্য বাবা মা হয়েছেন আলি ফজল ও রিচা চাড্ডা। বিয়ের পর বেশ কিছু বছর কেটে গিয়েছে। আলি ফজল ও রিচা চাড্ডা বলিউডে বেশ সফল। তাদের দু’জনেরই হাতে কাজ রয়েছে। তারই মাঝে সম্প্রতি তারা খবর দিলেন তাদের একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। এরপরই তাদের সংসারে খুশির হাওয়া। সেই খুশির মূহুর্ত তারা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন।

এদিন আলি ফজল নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে একরত্তি মেয়ের পায়ের ছবি। তোয়ালে মোড়া রয়েছে সেই পা। যদিও মুখ এখনই প্রকাশ্যে আনেননি তারা। তার এই ছবির কমেন্ট বক্সে সকলেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। আলি ফজল ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন।

সেখানে অভিনেতা লেখেন, “একটা যৌথ ঘোষণা করছি আমাদের জীবনে সব থেকে বড় মানুষটাকে নিয়ে। আমরা সত্যিই আশীর্বাদধন্য। আমাদের ছোট্ট মেয়েটা আমাদের সারাক্ষণ ব্যস্ত করে রেখেছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আশীর্বাদ জানানোর জন্য।”

আলি ফজলের পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্কনা সেনশর্মা, মনীষা কৈরালা, তাপসী পান্নু, নীতি মোহন ছাড়াও অনেকেই মন্তব্য করেছেন। নতুন বাবা মা ও তাদের খুদেকে তারা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন