গৌরব ‘কংসমামা’! ঋতব্রতার সঙ্গে তেঁতুলপাতায় কিভাবে ভাব জমবে? প্রকাশ্যে প্রোমো

kmc 20240722 122825 TsUnLLIC0k

বাড়ির মা, বোনেরা একসাথে বসে বিভিন্ন ধারাবাহিক দেখতে ভীষণ পছন্দ করেন। সম্প্রতি তাঁদের জন্য দারুন খুশির খবর, সম্প্রতি প্রকাশ্যে এল তেঁতুলপাতা ধারাবাহিকের নতুন প্রোমো। স্টার জলসায় শুভ বিবাহের পর ফের একটি জমজমাট ধারাবাহিক ‘তেঁতুলপাতা’। নাম শুনে বুঝতেই পারছে কেমন হতে চলেছে এই ধারাবাহিক। ঐ যে কথায় আছে না ‘যদি হও সুজন তেঁতুলপাতায় নজন’।

এখানে দেখাযাবে গৌরব চট্টোপাধ্যায়ের দিদির শ্বশুরবাড়ির নাম ‘তেঁতুলপাতা’ মানেটা বুঝতেই পারছেন, বাড়ির বরিবেশ কেমন হতে চলেছে। সেখানে সকলে মিলেমিশে থাকেন। আর এই বাড়িতে আসার সময় গৌরবের সঙ্গে দেখা হয়ে যায় ঋতব্রতার, না না ঝিল্লি চৌধুরীর। সে তাঁর বাবা পছন্দের পাত্রকে বিয়ে করবে না বলে বিয়ের পিঁড়ি থেকে পালিয়েছে।

এর পর তাঁরা যখন শিমূলপুরায় পৌঁছান তখন জানা যায় তেঁতুলপাতা বাড়ির ৩ জন বাচ্চা পালিয়েছে। তাদের খুঁজে বেড়াচ্ছে বাড়ির লোকজন। ঠিক এমন সময়ই স্টেশনে দিদির শ্বশুরবাড়ির সবার সঙ্গে মুখোমুখি দেখা হয়ে গেল গৌরবের। পাস থেকে তাঁকে কংস মামা বলে ডেকে ওঠে ঐ তিন জন ছোটো বাচ্চা। আর এমন সময়ই ঝিল্লি এসে গৌরবের সঙ্গে ধাক্কা খায়।

এই ধারাবাহিকে গৌরব, ঋতব্রতা ছাড়াও আছেন দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায় চৌধুরী। কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক? তা এখনও জানা যায়নি।