গতকাল বুধবার সকাল ৯টা নাগাদ নিজের বাড়ির ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলিউডের জনপ্রিয় মডেল তারকা মালাইকা অরোরার বাবা অনিল মেহতা। আর এই ঘটনার পর হুলুস্থুল পড়ে যায়। ঘটনা ঘটার পর তদন্তের জন্য হাজির হয় মুম্বাই পুলিশ। এদিকে এমন ঘটনার পর শ্যুটিং-এর কাজ ফেলে নিজের বাড়িতে হাজির হন মালাইকা। যদিও সেখানে আগেই পৌঁছে যান মালাইকার বোন অমৃতা অরোরা।
তিনি কেনে আত্মহত্যা করলেন সেই বিষয়ে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। এদিকে অভিনেত্রীর বাবা অনিল কুলদীপ মেহতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার মা। বাবার মৃত্যুর খবর পেয়ে পুণেতে কাজ ফেলে মুম্বাই ছুটে আসেন মালাইকা। জানা যাচ্ছে, আত্মহত্যার কয়েক ঘন্টা আগে তিনি তার দুই মেয়েকে ফোন করে বলেন, “আমি আর পাডছি না। আমি ক্লান্ত”। এমনটাই মুম্বাই পুলিশকে জানিয়েছেন মালাইকা ও অমৃতা।
অনিলের মৃত্যুতে মালাইকার মা মুম্বাই পুলিশকে জানান, প্রতিদিন সকালের মতন অনিল সকালে উঠে বারান্দায় বসেছিলেন। সেখানেই খবরের কাগজ পড়েছিলেন তিনি। এদিন বুধবার অভিনেত্রীর মায়ের খটকা লাগে। তখন তিনি দেখেন বৈঠকখানার ঘরেই হাওয়াই চটি খুলে রেখেছেন অনিল। বারান্দায় গিয়ে নীচের দিকে উঁকি মারেন তিনি।
নীচে তাকিয়ে দেখেন অনিলের নিথর মৃতদেহ পড়ে রয়েছে। আর তার পাশেই নিরাপত্তারক্ষী সাহায্যের জন্য চিৎকার করছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, অনিলের হাঁটুতে যন্ত্রণা ছাড়া আর কোনো শারীরিক সমস্যা ছিল না। এছাড়া তার কোনো বিশেষ রোগও ছিল না বলে জানা গিয়েছে।
তবে মনে করা হচ্ছে অনিল মালাইকার সৎবাবা। কারণ অনিলের পদবি ও মালাইলার পদবি আলাদা। মালাইকার পদবি অরোরা এবং অনিলের পদবি মেহতা। এদিকে মালাইকার মা খ্রীস্ট ধর্মাবলম্বীর মানুষ। অনেকেই তাই সন্দেহ প্রকাশ করছেন এটি মালাইকার সৎ বাবা। কারণ তাদের বয়সের পার্থক্য মোটে ১২ বছর।
আরও পড়ুন,
*রাধাষ্টমীর শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে