বলিউডের একটু জনপ্রিয় ছবি ‘দাবাং’। ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড অভিনেতা সালমান খান ও সাই মঞ্জেরেকরকে। যদিও যখন ছবিটি শ্যুট হয় সেইসময় সাই-এর বয়স ছিল মাত্র ১৭ বছর। এদিকে ছবির নায়ক হিসেবে যিনি অভিনয় করেছেন অর্থাৎ সালমান খান তার বয়স ছিল ৫৪ বছর। এত বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের বয়সেই কোনো তফাত ছবিতে বোঝা যায়নি। সম্প্রতি এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সাই।
সিদ্ধার্থ কান্নার সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ছবিটি যেই সময় মুক্তি পায় সেইসময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছিলেন না সেভাবে। তাই যদি কেউ এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে থাকেন তা অভিনেত্রীর নজরে পড়েনি। তিনি সেইসময় শুধুমাত্র কাজের প্রতি মনোনিবেশ করেছিলেন। তার এছাড়া আর কোনো বিষয়ের প্রতি নজর ছিল না তাই তিনি আর পাঁচজনের কথা নিয়ে বিশেষ মাথা ঘামাননি।
তার কথায়, “যখন আমি ইনস্টাগ্রামে সক্রিয় হই তখন সিনেমা মুক্তির ৬ মাস অতিক্রান্ত হয়ে গেছে। তখন মানুষের কথোপকথন আমার চোখে পড়েছিল কিন্তু সেগুলি ৬ মাস আগে তাই সেগুলি আমার মনে কোন প্রভাব ফেলে নি। এমনিতেও আমি মোটা চামড়ার মানুষ তাই কোন জিনিস সহজে আমার মনের উপর প্রভাব পড়ে না তা প্রশংসা হোক বা নেতিবাচক কোন জিনিস।”
যদিও ‘দাবাং’ ছবিটি মানুষের মধ্যে মিশ্র সাড়া জাগিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে বিশেষ আয় করতে পারেনি। ছবিটি যেমন অভিনয় করেছেন সালমান তেমনই ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা। সালমানকে শেষ দেখা গিয়েছে ‘টাইগার ৩’ ছবিতে। এই ছবিতে অভিনয় করার পর আপাতত বড় পর্দায় ফেরননি তিনি। তবে আগামীতে সালমানকে দেখা যাবে ‘সিকান্দার’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।