জাতীয় পতাকা নিয়ে এ কী কান্ড করে বসলেন শেহনাজ? সোশ্যাল মিডিয়ায় ছিঃ ছিঃ রব

ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে ভারতীয় পতাকার সম্মান করতে হবে প্রত্যেক নাগরিককে। তবে সেই পতাকার অসম্মান করে চরম ট্রোলিংয়ের সম্মুখীন হলেন অভিনেত্রী শেহনাজ গিল! আর তার সেই ভিডিও ঘিরে তুমুল উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি উদযাপিত হয়েছে ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা প্রত্যেকেই বিভিন্নভাবে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। সেই দিনেই শেহনাজের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেটি পাপারাজ্জিরা ক্যামেরাবন্দী করেছিলেন।

আসলে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যেগুলো পাপারাজ্জিদের চোখে পড়ে না। তবে সেই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় সেখানে থাকা ভুল নজর এড়ায় না নেটিজেনদের। সেরকমটাই হয়েছে শেহনাজের ক্ষেত্রেও। ভিডিওতে দেখা যায় পতাকা হাতে নিয়ে দোলাচ্ছিলেন তিনি।

এই পর্যন্ত সব ঠিকই ছিল তবে হঠাৎ করে দেখা যায় পতাকা ঠিক করছেন হাতে নাড়িয়েই। আর তা করতে গিয়েই পতাকা মাটিতে স্পর্শ হয়ে যায়। হয়তো অনেকেই জানেন পতাকাকে কখনো মাটিতে স্পর্শ করাতে নেই। এই বিষয়টি ঘটার ফলে তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা।

shehnaaz 12 YzQxdFr92s

কেউ বলছেন, ‘পতাকা মাটিতে স্পর্শ করাচ্ছেন কেন?’ আবার কেউ লিখেছেন, ‘পতাকাকে মাটিতে স্পর্শ করাবেন না সম্মান করুন।’ সবমিলিয়ে তার ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর আগে শিল্পা শেট্টিও জুতো পরে পতাকা উত্তোলন করেছিলেন। তখনও তাকে নিয়ে সমালোচনা করেছিলেন সকলে।

আরও পড়ুন,
*স্ত্রী’র জন্মদিনে বিশেষ উপহার পরমব্রতর, ‘হতাশা ও ক্রোধের এই সময়ে ভালোবাসা থাকুক’: প্রিয়া

error: Content is protected !!