বিয়ের পর কি প্রশ্ন করেছিলেন সালমান? লজ্জায় লাল হয়ে যান শ্রীদেবী

বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। তার পাশাপাশি অন্যতম সুন্দরী অভিনেত্রী তো বটেই। তিনি হলেন শ্রীদেবী। তিনি বিয়ে করেন বনি কাপুরকে। বনি কাপুর একজন প্রযোজক। অনেকসময় বিয়ের পর বাবা, মা কিংবা আত্মীয়স্বজনেরা বলতে শুরু করেন নবদম্পতির সংসারে নতুন সদস্য কবে আসবে! এমনই শ্রীদেবীকে সন্তান জন্মের প্রসঙ্গে প্রশ্ন করেন সালমান।

আর সেই প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে যান শ্রীদেবী। এদিকে বনি কাপুরকে বিয়ে করার পরই সন্তান জন্ম দেন শ্রীদেবী। তাই তাকে বাড়ির গুরুজনদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। সালমানের প্রশ্নে বনি কাপুর বলেন, কারোর প্রশ্নের মুখে তাদের পড়তে হয়নি। তার আগেই তারা সুখবর বাড়ির সকলকে শুনিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, “চাপ আসার আগেই সব হয়ে গিয়েছিল। আমরা গুডনিউজ দিয়ে দিয়েছিলাম।”

আরও পড়ুন,
*সালমানকে কেউ নাচ শেখাতে পারবে না, কাঁদতে কাঁদতে পালিয়ে ছিলেন ফারহা

এরপর মজা করে সালমান বলেন, “আমার মা তো বলেন, বিয়ে পরে করো, কিন্তু আগে গুড নিউজ শুনিয়ে দাও।” অনেকসময় দেখা যায় বিয়ের কিছুদিন পর নবদম্পতিকো বাড়ির অনেক সদস্য নতুন সদস্যের বিষয়ে পিড়াপিড়ি করতে শুরু করে। যদিও এই ঝামেলা সহ্য করতে হয়নি বনি ও শ্রীদেবীকে। তিনি প্রথম কন্যা জাহ্নবী কাপুর ও দ্বিতীয় কন্যা খুশি কাপুরের জন্ম দেন।

যদিও শ্রীদেবীর আগে বনি কাপুর আরেকবার বিয়ে করেছিলেন। তিনি বিয়ে করেন মোনা সুরি কাপুরকে। তার মৃত্যু হয় ১৯৯৬ সালে। তারপরই বনি কাপুর বিয়ে করেন শ্রীদেবীকে। তার প্রথম পক্ষের সন্তান হলেন অর্জুন কাপুর ও কন্যা অংশুলা কাপুর। দ্বিতীয় পক্ষে তার রয়েছে দু’টি মেয়ে। ২০১৮ সালে দুবাইয়ে একটি বাথটবে পড়ে আকস্মিক মৃত্যু হয় শ্রীদেবীর।

আরও পড়ুন,
*দাউদাউ করে জ্বলছে ইস্কন-মন্দির, অক্ষত রইল শ্রীমদ ভগবদ্গীতা, অলৌকিক ঘটনার সাক্ষী গোটা বাংলাদেশ!

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক