সকলে কথাই তো বলে, যে আপনার ব্যবহারে আপনার পরিচয়। আপনার অনুশীলনী জানিয়ে দেবে আপনার পরিচয়। এমনটা হতে পারে আপনি আপনার পুত্রকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোন বড় অফিসার তৈরি করার জন্য দিনরাত কাজ করছেন। হতে পারে এর জন্যই আপনার ব্যাংক ব্যালেন্সের দিকে এত ঝোঁক। কিন্তু এখানে কি আপনার কাজ শেষ? না হয়তো যত্নশীল হিসেবে আপনার এর থেকেও বেশি দায়িত্ব নিতে হবে আপনার ঘাড়ে। ছেলেকে বড় করতে হলে আপনার দায়িত্বই সবথেকে আগে থাকবে, মেয়েদেরকে সম্মান করা। ছেলেকে বড় করার সময় কি কি খেয়াল রাখবেন? জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
১) রাস্তাঘাটে কলেজে কাজের জায়গায় নারীদের দিকে খারাপ দৃষ্টি নিয়ে না যায়। তা তিনি যেমনই পোশাক পরুক না কেন বা দেখতে হোক না কেন। মাথায় রাখবে কেউ যদি তোমার বোনের সাথে বা মায়ের সাথে এমন করতো তাহলে কি ভালো লাগতো? তবে বান্ধবী সুন্দর সাজলে প্রশংসা করতেই পারো। কিন্তু সেটা যেন ভদ্রতার সীমা না ছাড়ায়।
২) তোমার বিদ্যালয় কলেজে বা কাজের জায়গায় নারীরা থাকবে। হতে পারে তারা হয়তো তোমার থেকে ভালো কাজ করতে পারে। এই নিয়ে খুব তো হওয়ার বা হতাশা হওয়ার কোন কারণ নেই। তা গৌরবের সাথে মেনে নিতে শেখো। দরকার হলে শুভেচ্ছা জানাও।
আরও পড়ুন,
*Pension withdrawal rule: ভারতবর্ষের যেকোনো স্থান থেকে তোলা যাবে পেনশন!
৩) কোন নারীর সাথে ঘুরতে যাওয়ার আগে মাথায় রাখবে, সেই নারী তোমার সাথে ঘুরতে যেতে রাজি হয়েছে বলে এই নয় যে তার সাথে চুম্বন করতে পারেন, এমনটা মোটেও নয়। নারীর ইচ্ছা না থাকলে কখনোই এ ধরনের কর্ম করা উচিত না।
৪) ঘোড়ার পর অবশ্যই তাকে বাড়িতে পৌঁছে দেবে সুরক্ষিত ভাবে। দেখবে তার যেন কোন অসম্মান না হয়।
৫) তোমার কোন নারীকে পছন্দ হয়, কিন্তু সেই নারী তোমাকে অপছন্দ করে। এর জন্য কোন জোড়াজোড়ি নয়। প্রেম জোর জবস্তি করে হয় না। বরং অবস্থা বুঝে এগিয়ে যাও।
৬) নারীদের সাথে রাত্রে পার্টি?মেয়ে সখীদের সুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দাও। প্রয়োজনে গুরুত্বপূর্ণ নাম্বার গুলি নিজের কাছে রাখো।
৭) অন্য বন্ধুদের কাছে ভালো মানুষ হিসেবে উদাহরণ হতে হবে। ন্যায়ের বিরুদ্ধে সবসময় নিজেকে প্রতিবাদ করতে হবে।
আরও পড়ুন,
*ভালোবেসে সুখী হতে চাইলে কি করতে হবে? জানালেন অভিনেত্রী এশা দেওল