ভাইফোঁটায় আকাশ কেমন থাকবে? বৃষ্টির সম্ভাবনা কী রোয়েছে? জানুন আবহাওয়ার আপডেট

দুর্গাপুজোর পর থেকে দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টির আনাগোনা অব্যাহত। কালীপুজোতেও দু-এক পশলা বৃষ্টি ভিজিয়েছে শহর ও জেলা। তাই আজ ভাইফোঁটায় (Bhai Phonta 2025) অনেকেরই মনে প্রশ্ন— আবার কি বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট জানাচ্ছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশঙ্কা নেই। ফলে স্বস্তিতে কাটবে ভাইফোঁটা উৎসব।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকাল থেকেই আকাশ থাকবে মূলত পরিষ্কার। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। বাতাসে হালকা শীতের আমেজ মিললেও এখনই শীত আসেনি। বর্ষা বিদায় নিলেও বৃষ্টির পুরোপুরি বিদায় এখনও হয়নি।

তবে শুক্রবার থেকেই আবহাওয়ার বদল ঘটতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। এর প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে— যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গে আজও বৃষ্টি নেই। তবে শুক্রবার থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার ও রবিবারও এই দুই জেলার সঙ্গে জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সব মিলিয়ে আজ ভাইফোঁটা কাটবে স্বস্তির আবহে। তবে সপ্তাহান্তে ছাতা হাতের কাছে রাখলেই মন্দ হয় না!

সংক্ষিপ্ত সার:

আজ, বৃহস্পতিবার (ভাইফোঁটা): দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

শুক্রবার থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু।

শনিবার–সোমবার: কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রসহ বৃষ্টি।

উত্তরবঙ্গে শুক্রবার থেকে শুরু হবে হালকা বৃষ্টি।

খবর
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ঝলমলে ভারতীয় উপস্থিতি, ১৭টি ভারতীয় ভাষার বইয়ের জার্মান অনুবাদ প্রকাশ

#BhaiPhonta #SouthBengalWeather #RainUpdate #KolkatWeather #Monsoon2025 #ThunderstormAlert #WeatherForecast #WeekendRain

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়