বড়দিনে মুক্তির অপেক্ষায় টলিউডের পাঁচ ছবি—‘কাকাবাবু’, ‘প্রজাপতি ২’, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ‘মিতিন মাসি’। ফের কি মুক্তি নিয়ে দ্বন্দ্ব?
বড়দিনে টলিউডে পাঁচ ছবি
পুজোর আমেজ কাটতে না কাটতেই বড়দিনের উৎসবের প্রস্তুতি শুরু টলিউডে। যিশু খ্রিস্টের জন্মদিনে প্রতি বছরের মতো এবারও বাংলা ছবির জমজমাট লাইনআপ। ছুটির আমেজে মুক্তির অপেক্ষায় পাঁচটি বড় ছবি—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কাকাবাবু’, দেবের ‘প্রজাপতি ২’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এবং অরিন্দম শীলের ‘মিতিন মাসি’।
তবে প্রশ্ন উঠছে, পুজোর মতো কি আবারও প্রযোজক ও হলমালিকদের মধ্যে দেখা দেবে মুক্তি দ্বন্দ্ব? জানা গেছে, রাজ্য সরকারের নির্ধারিত ‘স্ক্রিনিং কমিটি’ ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করেছে প্রযোজক, পরিবেশক ও হলমালিকদের সঙ্গে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্রের খবর, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় হয়তো তাঁদের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মুক্তির তারিখ ২৩ ডিসেম্বর থেকে এগিয়ে ১৯ ডিসেম্বর করতে পারেন। এ বিষয়ে ছবির চিত্রনাট্যকার জ়িনিয়া সেন জানিয়েছেন, “খুব তাড়াতাড়ি স্ক্রিনিং কমিটির বৈঠক হবে। কমিটি যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই মানব।”
ফের কি মুক্তি দ্বন্দ্ব?
টলিউডের একাংশের মত, মুক্তির সংঘাত এড়াতে এই শীতে পাঁচটি নয়, তিনটি ছবি মুক্তি পেতে পারে। সেক্ষেত্রে ‘কাকাবাবু’, ‘প্রজাপতি ২’ ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এগিয়ে রয়েছে। পিছিয়ে যেতে পারে সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও অরিন্দম শীলের ‘মিতিন মাসি’।
বিনোদন
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার সঙ্গীত পরিচালক সচিন সাংঘভী
প্রসঙ্গত, সৃজিতের ছবিটি ২০২১ সাল থেকে পিছোতে পিছোতে অবশেষে তৈরি হয়েছে ২০২৫-এ। অন্য দিকে, কোয়েল মল্লিকের হাত ভাঙা-সহ নানা কারণে ‘মিতিন মাসি’-র মুক্তি বারবার বিলম্বিত হয়েছে। এবার কি ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে? উত্তর দেবে স্ক্রিনিং কমিটির আসন্ন বৈঠক।
বিনোদন
প্রকাশ্যে এল আসল সত্যি, মালাইকার জন্মদিনে এই গোপনা তথ্য ফাঁস করলেন বোন অমৃতা
#Tollywood #ChristmasReleases #BengaliCinema #ProsenjitChatterjee #Dev #SrijitMukherji #ArindamSil #WindowsProduction
