আগামী ৯ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। আর তারই আগে উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন এনডিএ প্রার্থী চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ এর আগে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, এদিন মনোনয়ন পত্রের প্রক্রিয়া হিসেবে চার সেট নথি জমা দেওয়া হয়েছে।
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে সংসদ ভবনের প্রেরণাস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে মাথা নত করেন চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ। এরপর বিশিষ্ট ব্যক্তিদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এদিন উপরাষ্ট্রপতির মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সহ একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন।
রাধাকৃষ্ণণের মনোনয়ন পেশের সময় একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত থেকে ‘সংঘ ঘনিষ্ঠ’ বার্তা দিতে চাইলেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে। অপরদিকে ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অন্ধ্রের বাসিন্দা ও প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। ইন্ডিয়া জোটের ঘোষিত প্রার্থীকে সমর্থন জানিয়েছে টিডিপি।
মনে করা হচ্ছে, এর ফলে চন্দ্রবাবু নাইডুদের খানিক অস্বস্তিতে পড়তে হতে পারে। তবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে অনুরোধ করা হয়েছিল সকলেই যেনো এনডিএ-এর ঘোষিত প্রার্থীকে সমর্থন জানান এবং ইন্ডিয়া জোট যাতে প্রার্থী না দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের এই অনুরোধ করেছিলেন। কিন্তু অপরপক্ষের তরফে সেই অনুরোধ উড়িয়ে দেওয়া হয়েছে। দুই দক্ষিণী প্রার্থীর লড়াইয়ে এবার উপরাষ্ট্রপতির পদ কে পান সেটিই এখন দেখার৷