ত্বকচর্চায় নতুন তারকা: কেন গ্লাইকোলিক টোনার পাচ্ছে এত জনপ্রিয়তা

ত্বকের যত্নে পরিবর্তনের হাওয়া বইছে। একসময় ঘরোয়া উপাদান যেমন গোলাপ জল ছিল টোনিংয়ের প্রধান ভরসা। কিন্তু আধুনিক স্কিন কেয়ার দুনিয়ায় জায়গা করে নিয়েছে অ্যাসিড-ভিত্তিক উপাদান, যার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে গ্লাইকোলিক অ্যাসিড টোনার। দৈনন্দিন ক্লিনজ়িং–টোনিং–ময়েশ্চারাইজ়িং রুটিনে এটি যোগ করলে ত্বকের সামগ্রিক উন্নতি দেখা যায় খুব দ্রুতই।

টোনারের মূল কাজ হলো ত্বক পরিষ্কার করা ও পিএইচ ব্যালান্স ঠিক রাখা। গ্লাইকোলিক অ্যাসিড এই কাজটি আরও কার্যকরভাবে সম্পন্ন করে। এতে থাকা কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করে, ফলে আলাদা স্ক্রাব ব্যবহারের প্রয়োজনও কমে যায়। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে সতেজ ও উজ্জ্বল।

ব্রণ প্রতিরোধে কার্যকর
গ্লাইকোলিক টোনার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে। এটি ত্বকের উপরিতলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে ব্রণ হওয়ার সম্ভাবনা হ্রাস করে। টোনারে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) ত্বকের আটকেপড়া ময়লা দূর করতে সহায়তা করে, ফলে ব্রণ-প্রবণ ও তৈলাক্ত ত্বকের জন্য এটি বিশেষভাবে উপকারী।

অ্যান্টি–এজিং সুবিধা
নিয়মিত গ্লাইকোলিক টোনার ব্যবহারে ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি পায়। ফলে ত্বক টানটান থাকে, সূক্ষ্ম রেখা ও বলিরেখা ধীরে ধীরে কমে আসে। এটি দাগছোপ হালকা করতেও সহায়তা করে। পাশাপাশি ত্বককে কিছুটা ইউভি রশ্মি থেকে সুরক্ষা দেওয়ার ক্ষমতাও থাকে গ্লাইকোলিক অ্যাসিডে, যা ত্বকের বয়স বাড়ার প্রক্রিয়া ধীরে দেয়।

আরও পড়ুন
শীতের শুষ্কতায় হাতের ত্বকে ছাল ওঠা? সুরক্ষায় মানুন সঠিক যত্ন

ত্বকের টেক্সচার উন্নত করে
গ্লাইকোলিক টোনার ব্যবহারের আরেক বড় সুবিধা হলো ত্বকের টেক্সচার উন্নত হওয়া। নিয়মিত ব্যবহারে ত্বক হয় মসৃণ, নরম ও উজ্জ্বল। তবে অতিরিক্ত ব্যবহার করলে ত্বক স্পর্শকাতর হয়ে উঠতে পারে, তাই দিনে দু’বারের বেশি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে গ্লাইকোলিক টোনার অনুপযুক্ত হতে পারে।

আরও পড়ুন
উৎসব-পরবর্তী ত্বক ক্লান্ত? সঠিক যত্নে ফিরে পান আগের জেল্লা

কার জন্য আদর্শ এই টোনার?

ব্রণ-প্রবণ, তৈলাক্ত বা রুক্ষ ত্বকের জন্য গ্লাইকোলিক টোনার বেশ কার্যকর। এটি ত্বকের সমস্যাগুলো ধীরে ধীরে কমিয়ে এনে দীর্ঘমেয়াদি স্কিন কেয়ার রুটিনে দারুণ ফল দেয়।

আরও পড়ুন
জেল্লাদার ত্বকের জন্য কোলাজেন: কোন খাবারে মিলবে প্রাকৃতিক উপাদান

গোলাপ জলের যুগকে পেরিয়ে আধুনিক স্কিন কেয়ারে গ্লাইকোলিক টোনার আজ বড় প্রতিদ্বন্দ্বী। সঠিকভাবে ব্যবহার করলে এটি হতে পারে আপনার ত্বকচর্চার নতুন নির্ভরযোগ্য সঙ্গী।

আরও পড়ুন
Lifestyle: সূর্যের অতিবেগনি রশ্মিতে ত্বকের ক্ষতি—দাগছোপ ও সুরক্ষার উপায়

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক