SIR অসমে কেন হবে না? কারন জানালেন প্রধান নির্বাচন কমিশনার

নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া শেষ না হওয়ায় আসামে আপাতত স্থগিত বিশেষ নিবিড় সংশোধন (SIR)। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আলাদা আদেশ জারি করবে নির্বাচন কমিশন।

অসমে আপাতত নয় ভোটার তালিকার SIR, জানাল নির্বাচন কমিশন

আসামে আপাতত শুরু হচ্ছে না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। সোমবার রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার জানিয়েছেন, আসামে নাগরিকত্ব যাচাইয়ের কাজ এখনো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলায়, সারা দেশের মতো রাজ্যটিতে এখনই SIR চালু করা সম্ভব নয়।

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

সিইসি বলেন, “ভারতের নাগরিকত্ব আইনের অধীনে আসামের জন্য আলাদা বিধান রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নাগরিকত্ব যাচাই প্রায় শেষ পর্যায়ে। তাই এই মুহূর্তে আসামের জন্য আলাদা আদেশ জারি করা হবে।”

নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ধারা 6A অনুযায়ী আসাম চুক্তির আওতাভুক্ত নাগরিকদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। সেই কারণেই দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় পর্বের SIR শুরু হলেও, আসামে তা কার্যকর হচ্ছে না।

এই ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হল—আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।

খবর
EPIC বদলালে SIR-এ কীভাবে অনলাইন/অফলাইন এনুমারেশন ফর্ম পূরণ করবেন

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, ৮ জানুয়ারি পর্যন্ত চলবে দাবি ও আপত্তির সময়সীমা, এবং ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এছাড়া, আধার নিয়ে অবস্থান স্পষ্ট করে সিইসি বলেন, “আধার নাগরিকত্ব বা জন্মতারিখের প্রমাণ নয়, শুধুমাত্র পরিচয় যাচাই ও ই-সাইনিংয়ের কাজে ব্যবহার করা যেতে পারে।”

খবর
আজ রাতেই ‘ফ্রিজ’ ভোটার তালিকা, মঙ্গলবার থেকে SIR শুরু

#Assam #ElectionCommission #SIR #VoterList #DnyaneshKumar #CitizenshipAct #SupremeCourt #IndiaNews #BengaliNews #ECI

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক