বলিউডের চিরকুমার। ৫০ পেরিয়ে গেল তবু গ্ল্যামার কমেনি। যেমন অ্যাকশনে কেতাদুরস্ত তেমনি রোমান্টিক অবতারে সুপারহিট ভাইজান। তার জীবনে প্রেম অনেকবার আসলেও ছাদনাতলা পর্যন্ত আর পৌঁছানো হয়নি সালমান খানের। এখনো ৫৮ তে এসেও আই বুড়ো রয়ে গেছেন ভাইজান। বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলার’-এর কপালে কম বিবাহের প্রস্তাব আসেনি, কিন্তু ছাদনাতলা পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। এবার ‘বিগ বস ১৮’-এর গ্র্যান্ড প্রিমিয়ারে স্টেজে সালমান খান যা বললেন, তাতে বিস্ময়কর হতে হয়।
রবিবার রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ার হচ্ছে। সেইখানে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধ আচার্যও। তার সাথে আনন্দ সহিত সালমানকে কথা বলতে দেখা যায় যে তিনি তার জন্য উপযুক্ত একজন সহধর্মিনী খুঁজে আনবেন, যিনি কিনা সালমানকে ছেড়ে পালিয়ে যাবে না, তখন সালমান যা উত্তর দেয় তাতে অনিরুদ্ধ আচার্যও হাসি থামাতে পারেননি।
রঙ্গরসের সাথে ভাইজান বলেন , ‘না আসলে আমার ওরকম সহধর্মিনীর প্রয়োজন। যে কিনা পালিয়ে যাবে।’ বলিউড সুপারস্টারের মুখে এই বাক্য শুনে হাসির শব্দ শোনা যায় ‘বিগ বস’-এর ঘরে।
সালমান কেন বিবাহ করেননি? এই প্রশ্নের উত্তরে একবার তার পিতা সেলিম খান বলেছেন, “আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ। খুব তাড়াতাড়ি সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিবাহ করতে ভীত। সালমান মনে করে, কোন কন্যাই তার মায়ের মত সংসার কে গুছিয়ে রাখতে পারবে না।
আসলে সালমান খান সব নারীদের মধ্যেই মায়ের গুণগুলি খুঁজতে আরম্ভ করে।” এইদিকে এই সিজনে ‘বিগ বস’ এর থিম “সময়ের তাণ্ডব”। প্রতিযোগীদের মধ্যে যারা সিলেক্ট হয়েছেন, তাদের লিস্টে রয়েছেন ভিভিয়ান দেসনা, ঈষা সিং,করণবীর মেহেরা, নায়বা বন্দোপাধ্যায়, মুসকান বামনে, এলাইস কৌশিক, চাহাত পান্ডে, শিরোদকার সহ আরো অনেকে।