দীর্ঘ ১২ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজন করা হয়েছে মহাকুম্ভ মেলার৷ আর এই মেলায় দেশ ও বিদেশ থেকে কোটি কোটি মানুষ এসেছেন। তার মধ্যে এমন কিছু মানুষ এবারের মেলায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন। গত ১২ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে এত সহজলভ্য ছিল না। কিন্তু এবারের মহাকুম্ভ মেলার নানান ঝলক সোশ্যাল মিডিয়ায় সহজেই চোখে পড়ছে।
তেমনই এবারের মেলায় ভাইরাল হন এক তরুণী। গোটা দেশের মানুষ সেই তরুণীর সৌন্দর্যে বুঁদ হয়েছেন। সকলেই তাকে ‘মোনালিসা’ নামে ডাকতে শুরু করেছেন। মোনালিসা বহুদিন ধরেই মানুষের মাঝে জনপ্রিয়। তা সে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা হোক কিংবা মহাকুম্ভ মেলায় ভীড়ের মাঝে পুঁতির মালা বিক্রি করা তরুণী হোক। সৌন্দর্যের জন্য দেশবাসীর কাছে চর্চার বিষয় হয়ে উঠেছেন মোনালিসা ভোঁসলে।
ইন্দোরের সেই তরুণীর চোখের মায়ায় সকলেই ঘায়েল হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই তার ছবি। তবে তাকে দেখতে মানুষ উপচে পড়লেও ওই তরুণীর কিন্তু ২০২৫-এর মহাকুম্ভ মেলায় তিনি যে উদ্দেশ্যে গিয়েছিলেন তাতে বিশেষ লাভ পাননি। কারণ প্রতি বার তিনি কুম্ভ মেলায় যান তার মালা বিক্রি করতে। কিন্তু বাঁধ সেধেছে ২০২৫।
সকলেই ওই তরুণীকে দেখার জন্য তার আশেপাশে ভীড় জমাচ্ছেন। তার সঙ্গে ছবি তোলার বায়না করছেন। কিন্তু কেউ তার পুঁতির মালা কিনছেন না। আর তাই মেলা ছেড়ে চলে গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু এরই মাঝে এক নতুন খবর শোনা যাচ্ছে। মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। আল্লু অর্জুন তার ছবি ‘পুষ্পা-৩’-তে নাকি ওই তরুণীকে নায়িকা হিসেবে পেতে চান তিনি।
বাড়িতে বাবা মা ভাই বোন মিলিয়ে অনেক বড় পরিবার। এক বর্ণ লেখাপড়া জানেন না মোনালিসা। যদিও তা নিয়ে বিশেষ আক্ষেপ নেই তার। কারণ তার কথায়, লেখাপড়া করতে সে বিদেশে গেলে তার বাবা মা’কে দেখবে কে! আর তাই কিছু উপার্জনের আশায় মহাকুম্ভ মেলায় আসে সে। কিন্তু ফল হল উল্টো। আর তাই সবকিছু ছেড়ে দিয়ে তরুণী বিদায় নেয় মেলা থেকে।
आज मेरा मेकअप शिप्रा मेकओवर ब्यूटी सैलून द्वारा किया गया 😍😍 धन्यवाद ❣️ pic.twitter.com/zSJr8NtIRG
— Monalisa Bhosle (@MonalisaIndb) January 20, 2025
এরই মাঝে ওই তরুণী তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। খুলেছেন নিজের ইউটিউব চ্যানেল। সেখানে তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ঢু মারছেন। সদ্য মেকাপ করে একেবারে নতুন সাজে হাজির হয়েছেন মোনালিসা। আর এই নতুন রূপ মন কেড়েছে নেট দুনিয়ার মানুষের। শোনা যাচ্ছে, শিগগিরই নাকি রূপোলী পর্দায় নাম লেখাতে চলেছেন ওই তরুণী।