Yash-Nusrat: পাহাড়ের কোলে পরিবারের সাথে আদুরে সময় কাটাচ্ছেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তার একাধিক ঝলক। যদিও নুসরত জাহানের (Nusrat) সাথে সম্পর্ক নিয়ে বারবার নানান জল্পনা উঠে এসেছে। তবে এক সন্তানকে নিয়ে কিন্তু দিব্যি সংসার করছেন তারা।
কাজ, পরিবার মিলিয়ে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন। সুযোগ পেলেই এদিক-ওদিক বেরিয়ে পড়েন ঘুরতে। সেরকমই কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছেন তারা। শীতের শুরু মানেই এদিক-ওদিক ঢুঁ মারা। ব্যতিক্রমী নন এই জুটিও। গায়ে সোয়েটার জড়িয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করছেন দু’জনে।
সাথে শীত মানেই প্রচুর খাবার-দাবার। যে ছবিগুলি অভিনেতা পোস্ট করেছেন সেখানে দেখা যায় কখনো তিনি রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছেন, আবার কখনো স্ত্রী’কে পাশে নিয়ে সুস্বাদু সব খাবার উপভোগ করছেন। ছবিগুলো দেখে এটাই স্পষ্ট শীত দুর্দান্তভাবে উপভোগ করছেন তারা।
অন্যদিকে যশপ ছাড়াও এই সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। তার ছবিগুলোতে ছেলে ঈশানকেও দেখা গিয়েছে। দেখতে দেখতে সে এখন অনেকটাই বড়ো। যদিও তার জন্ম নিয়ে একসময় নানান বিতর্ক চলেছে, তবে বাবা মায়ের সাথে বেশ আনন্দে দিন কাটাচ্ছে সে।
উল্লেখ্য, নুসরত এবং যশ দু’জনেই আগে বিবাহিত ছিলেন। তবে সেই সম্পর্ক তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এমনকি যশের আগের এক সন্তানও রয়েছে। সে নিজের মায়ের কাছেই থাকে। অন্যদিকে নুসরত বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। হঠাৎ করেই সেই বিয়েকে অবৈধ বলে দাবী করেন নুসরত। এরপর তিনি সম্পর্কে জড়ান যশের সাথে।
#Yash #Nusrat
