Yash-Nusrat: স্ত্রীকে পাশে নিয়ে দীপাবলির আনন্দে মেতে উঠলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সম্প্রতি সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখে তাদের উপর থেকে চোখ সরছে না ভক্তদের। আসলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে এই সম্পর্কটাও নাকি দীর্ঘস্থায়ী হবে না।
খুব শীঘ্রই হয়তো বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন নুসরত এবং যশ। তবে সেসব জল্পনাকে রীতিমতো নস্যাৎ করে সুখে সংসার করছেন এই জুটি। দুর্গাপুজোর প্রত্যেকটা দিন একসঙ্গে আনন্দ করেছেন তারা। লক্ষ্মীপুজো পার করে এবার কালীপুজো।
দীপাবলি উপলক্ষ্যে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন যশ এবং নুসরত। সেখানে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। এদিন যশের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবী। অন্যদিকে নুসরত পরেছিলেন লাল রংয়ের ভারী সালোয়ার স্যুট, সাথে ছিল গা ভর্তি গয়না।
সবথেকে বেশি নজর কেড়েছে তার কপালের লাল টিপ এবং সিঁথিতে সিঁদুর। হিন্দু সাজে অসাধারণ লাগে তাকে দেখতে, একথা বারবার জানিয়েছেন ভক্তরা। এবারও তার অন্যথা হয়নি। দু’জনে মিলে বাড়ির জন্য শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেছেন। একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে, ফানুস উড়িয়ে উদযাপন করেছেন দীপাবলি।
শুধু তাই নয় একইসাথে ছিল রংবেরঙের বাজি পোড়ানো এবং ফুল দিয়ে ঘর সাজানো। সবমিলিয়ে বলতে গেলে কালীপুজো এবং দীপাবলি ভীষণই উচ্ছ্বাসের সাথে পালন করেছেন এই জুট। ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘কৃতজ্ঞতা এবং ইতিবাচকতা।’ ছবিগুলো দেখার পর তাদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরাও।
#yash #nusrat #diwali