“তুমি ওই ভাবে নাচতে পারো না”, আইটেম ডান্সার মালাইকার সবেতেই আপত্তি ২২ বছর বয়সের ছেলে আরহানের

সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকা মন্দানা অভিনীত ‘থাম্মা’ ছবির বিশেষ নাচের দৃশ্য ‘পয়জন বেবি’, যেখানে রশ্মিকার সঙ্গে পারফর্ম করেছেন মালাইকা অরোরা নিজেও। দীর্ঘ বিরতির পর ফের নিজের পুরনো ধারায় — গ্ল্যামারাস ‘আইটেম নাচে’ — ফিরে এসে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী-নৃত্যশিল্পী।

সাংবাদিকদের সামনে মালাইকা জানান, তাঁর ছেলে আরহান ইতিমধ্যেই ‘পয়জন বেবি’ দেখে ফেলেছে, আর মায়ের পারফরম্যান্স নিয়ে খোলামেলা মতামতও দিয়েছে। মজার ছলে মালাইকা বলেন, “ও বলেছে— তুমি এ রকমও নাচতে পারো না!” যদিও এরপরই অভিনেত্রী যোগ করেন, “ও সবসময়ই আমার সঙ্গে মজা করে, ঠাট্টা করেই এসব বলে।”

বিনোদন
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নিয়ে মশকরা! বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী দেবিনা

তবে মায়ের নাচে ছেলের নীতিপুলিশি নতুন নয়। অর্জুন কপূরের সঙ্গে মায়ের সম্পর্ক নিয়ে এক সময় আরহান নানা প্রশ্ন তুলেছিল। মায়ের প্রতি সমাজমাধ্যমে কটাক্ষের ঝড় উঠলে সেই সময় বন্ধুমহলেও তাঁকে নানা কথা শুনতে হয়েছিল বলে প্রকাশ্যে জানিয়েছিলেন আরহান নিজেই।

বিনোদন
“আহা! কী সুন্দর দুধের মতো শরীর”, তমন্নাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তুমুল সমালোচনার মুখে অন্নু কপূর

তবে আজ মা-ছেলের সম্পর্ক বেশ মজবুত। মালাইকা জানান, “আমার ছেলে খুব ভালো নাচে। আমরা যখন বাড়িতে একসঙ্গে থাকি, তখন ‘মুন্নি বদনাম হুই’ চালিয়ে একসঙ্গে নাচি!”

বিনোদন
‘সেরা অভিনেতা’ পুরস্কার উৎসর্গ স্ত্রী ঐশ্বর্যকে, অভিষেকের আবেগময় বার্তা যেন মনে করিয়ে দিল — “অর্ধাঙ্গিনী” শব্দের প্রকৃত অর্থ কী

অন্য দিকে, পরিবারের বাকি সদস্যদের জীবনেও নতুন অধ্যায় শুরু। ৫৭ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন আরবাজ় খান, এবং ৫৮-তে আবারও বাবা হয়েছেন তিনি। আরবাজ়ের প্রথম পক্ষের ছেলে আরহানও সদ্যোজাত বোনকে দেখতে গিয়ে মুখে হাসি ফুটিয়েছেন।

বলিউডের গ্ল্যামার ও পরিবারের বন্ধন— দুইয়ের মিশেলে খান পরিবারের এই সময় যেন রঙিন সুখের আবেশে ভরা।

error: Content is protected !!