‘যুবিকা এখন তার দ্বিতীয় বেবি, প্রথম বেবি যে আসতে চলেছে!’ সুখবর দিলেন প্রিন্স

কোনো ধারাবাহিকে কিংবা সিনেমায় অভিনয় না করলেও প্রিন্স নারুলাকে চেনে না এমন কেউ নেই। যারা বিগ বস, রোডিজ ও স্প্লিটসভিল্লা-এর মতন জনপ্রিয় রিয়েলিটি শো-গুলি দেখেন তারা চিনবেন ভালোভাবেই। এবার প্রিন্স নারুলা সোশ্যাল মিডিয়ায় একটি খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন। প্রিন্স নারুলা ও তার স্ত্রী যুবিকা চৌধুরী সোশ্যাল মিডিয়ায় যৌথভাবে পোস্ট করে জানিয়েছেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি মধ্যে দিয়ে পোস্টটি করেন। আর তার সঙ্গে একটি নোট সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা৷ একটি ছবিতে দেখা গিয়েছে নিজের গাড়ির পাশে আরেকটি খেলনা গাড়ি রাখা রয়েছে। পরের ছবিতে গাড়ির সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ছবি পোস্ট করে নারুলা লেখেন, “খুব জলদি বেবি আসছে।”

এর পাশাপাশি স্ত্রী যুবিকার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে লেখেন তিনি সেরা উপহার পেতে চলেছেন। তিনি লেখেন, “হাই সবাই, আমি এই মুহূর্তে কীভাবে আমার অনুভূতি প্রকাশ করব তা জানি না কারণ আমরা একই সাথে খুব খুশি এবং নার্ভাস, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং বাবা-মা হওয়ার জন্য অত্যন্ত উত্তেজিত।”

তিনি মজা করে বলেন, যুবিকা এখন তার দ্বিতীয় বেবি। প্রথম বেবি যে আসতে চলেছে সেই সন্তান। এই পোস্টে যুবিকা লাল হৃদয় এঁকে দিয়েছেন। এর পাশাপাশি পোস্টে কমেন্ট করেছেন গওহর খান, নেহা ধুপিয়া, অনিতা হাসনন্দানি এবং প্রিয়াঙ্ক শর্মা সহ আরও অনেকেই। যদিও প্রিন্স নারুলা অতিথি হয়ে এসেছিলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার একটি পডকাস্টে।

সেখানে তাকে তাকে তার স্ত্রী-এর অন্তঃসত্ত্বা হওয়খবর জিগ্যেস করলে তিনি হেসে উড়িয়ে দেন। এদিকে কয়েক মাস যেতে না যেতেই খুশির খবর শোনালেন তিনি। তাদের এই পোস্টে সকলেই ভালোবাসা জানিয়েছেন।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক