Zubeen Garg Death Case: গ্রেফতার জুবিন গার্গের তুতো ভাই সন্দীপন

Zubeen Garg Death Case: জুবিন গার্গের মৃত্যু পর ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য! গায়কের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই একে একে গ্রেফতার করা হয়েছে চার জনকে। তবে এবার যেন সর্ষের মধ্যেই ভূত! গ্রেফতার করা হল গায়কে জুবিন গার্গের তুতো ভাই সন্দীপন গার্গকে।

১৯ শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে যখন গায়ক জুবিন (Zubeen Garg) জলে ডুবে মারা যান, সেই সময় নাকি গায়কের সঙ্গে ছিলেন এই তুতো ভাই সন্দীপন। সেই কারণে তাঁকে হেফাজতে নিয়েছে অসম গোয়েন্দা বিভাগ। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। জুবিনের ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছে প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা সহ গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে।

এছাড়া গ্রেফতার করা হয়েছে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ও আরও এক সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকেও গ্রেফতার করা হয়েছে। গায়কের (Zubeen) মৃত্যুর আগে তাঁর দুই নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল, এই তথ্য পেয়েছে তদন্ত করি দল।

আরও পড়ুন,
Zubeen-Garima: “একটাই প্রশ্ন জ্বালাইয়া রেখেছে আমার শূন্য বুক”: জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া

অন্যদিকে স্বামীর মৃত্যুতে শোকে পাথর গরিমা শঈকীয়া গার্গ। তিনি স্বামীর মৃত্যুর বিচারের অপেক্ষায় রয়েছেন। পাশপাশি গায়ক জুবিনের শেষ ছবি ‘রই রই বিনালে’ মুক্তির তোড়জোড়ে ব্যাস্ত আছেন।

আরও পড়ুন,
আরবাজের কোলে ফুটফুটে সদ্যোজাত! পুত্র আরহানের সঙ্গে সৎ মা সুরার খানের মৈত্রী দেখে কী বললেন মলাইকা?

error: Content is protected !!