সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় জ়ুবিন গর্গের, এমটাই জানা যায়। একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল। কী রয়েছে সেই ভিডিও তে?
সিঙ্গাপুরে গিয়ে অকাল মৃত্যু হয় জনপ্রিয় জ়ুবিন গার্গের। ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন গায়ক। ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। কিন্তু তার ঠিক এক দিন পূর্বেই ঘটে গেল অঘটন। স্কুবা ডাইভিং করতে গিয়ে অকাল মৃত্যু হল জনপ্রিয় গায়ক জ়ুবিনের (৫২ বছর)। সম্প্রতি গায়কের শেষ মুহূর্তের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানেই ধরা পড়ল তাঁর মৃত্যুর আসল কারণ!
আরও পড়ুন,
চেরি রঙের গাউনে স্পষ্ট স্ফীতোদর, ফটোশ্যুটে ব্যস্ত ক্যাটরিনা, তবে কি মাতৃত্বকালীন ফটোশ্যুট? দেখুন ছবি
একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরোগুড়ি করছে। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তিকে একটি তরী থেকে লাইফ জ্যাকেট পরে জলে ঝাঁপ দিতে। এর পর খানিক ক্ষণ সাঁতারও কাটেন তিনি। কিন্তু এর পর ফের জলে ঝাঁপ দেন তিনি। সেই সময় তাঁর পরনে ছিল না লাইফ জ্যাকেট। সমাজমাধ্যমে একাংশ নেটিজেনদের দাবি, ওই ব্যক্তিই আসলে গায়ক জ়ুবিন গার্গ। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগল চারিদিকে।
সূত্র মারফত খবর, ওই অনুষ্ঠানের আয়োজকের তরফে জানানো হয়েছ, স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। এর পর তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ৩০ নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে। জুবিন গর্গের অকাল মৃত্যুতে সঙ্গীত জগতে বিরাট ক্ষতি। প্ৰিয় গায়কের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না ভক্তরা, কান্নায় ভেঙে পড়ছেন। প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “অসমের বড় ক্ষতি। ভাষায় প্রকাশ করতে পারব না জ়ুবিন আমাদের কাছে ঠিক কী ছিল। যে শূন্যস্থান রেখে গেল তা পূরণ করা অসম্ভব।”
আরও পড়ুন,
জুবিন গার্গের মৃত্যুর তদন্ত করবে অসম পুলিশ, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের? জানুন