জুবিন গর্গের মৃত্যুতে ভেঙে পড়া গরিমা, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

স্বামীকে হারানোর বেদনা এখনও কাটিয়ে উঠতে পারেননি জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকীয়া গর্গ। দেড় মাসের মধ্যেই গভীর মানসিক ও শারীরিক অবসাদে ভুগে পড়লেন তিনি। গত রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি গরিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিক্যাল অবজারভেশনে থাকলেও অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, জুবিনের আকস্মিক প্রয়াণের পর থেকেই গরিমার খাবার-ঘুমের রুটিন সম্পূর্ণ ভেঙে পড়ে। দীর্ঘদিন যথাযথ বিশ্রাম না নেওয়ার পাশাপাশি শরীরে জলের অভাব তৈরি হওয়ায় তাঁর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। মঙ্গলবার রাতেই শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

kmc 20251008 140717

এরই মধ্যে কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ২০০২ সালের একটি পুরনো ছবি পোস্ট করেছিলেন গরিমা। সেখানে তিনি লেখেন, “আমাদের সম্পর্কটা ছিল চিরকালের। দেখো, আমরা আবার একসঙ্গে হব… শুধু লড়াই করার শক্তিটুকু দাও।” পোস্টটি প্রকাশ্যে আসতেই অসংখ্য ভক্ত ও পরিচিতরা তাঁকে সমবেদনা জানান।

জুবিন গর্গ 1

জুবিন গর্গের মৃত্যুর পরও তিনি বারবার জানিয়েছেন, স্বামীর মৃত্যুর ঘটনার প্রকৃত সত্য তিনি জানতে চান। তাঁর বক্তব্য, জুবিন সাঁতার কাটার মতো শারীরিক অবস্থায় ছিলেন না, তা সত্ত্বেও কেন তাঁকে জল থেকে উদ্ধার করা হয়নি—এর জবাব তাঁকে পেতেই হবে।

জুবিন গর্গ

এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন গরিমা। শোক ও মানসিক আঘাতের পর এমন শারীরিক অবনতি যে স্বাভাবিক, চিকিৎসকদের মতে এই পরিস্থিতিতে গরিমার আরও বিশ্রাম ও মানসিক সহায়তার প্রয়োজন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও পরিবার তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে।

আরও পড়ুন
কেন্ডাল জেনারের বিচ-বিকিনি ও নগ্ন ফটোতে নেটপাড়া সরগরম
FAQ

১. প্রশ্ন: গরিমা শইকীয়া গর্গকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে?
উত্তর: দীর্ঘদিন খাবার ও ঘুমের অনিয়মে শরীরের জলশূন্যতা দেখা দেওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

২. প্রশ্ন: তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেমন?
উত্তর: আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

৩. প্রশ্ন: তাঁর অসুস্থতার প্রধান কারণ কী?
উত্তর: স্বামী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর শোক, অবসাদ, ঘুমের ঘাটতি ও জলশূন্যতা।

৪. প্রশ্ন: কখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়?
উত্তর: মঙ্গলবার রাতে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

৫. প্রশ্ন: তিনি কি আগে কোনো অসুস্থতার লক্ষণ দেখিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, গত দেড় মাস ধরে খাবার-ঘুমের রুটিন ভেঙে পড়েছিল, যা তাঁর শরীর খারাপের কারণ।

৬. প্রশ্ন: গরিমা সম্প্রতি কোন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন?
উত্তর: ২০০২ সালে তাঁদের বিয়ের পর প্রথম ম্যাগাজিন ফটোশ্যুটের একটি ছবি।

৭. প্রশ্ন: ছবি পোস্টে তিনি কী বার্তা দিয়েছিলেন?
উত্তর: তিনি লিখেছিলেন যে তাদের সম্পর্ক চিরকালের এবং তিনি লড়াই চালিয়ে যেতে চান স্বামীর ন্যায়বিচারের জন্য।

৮. প্রশ্ন: জুবিন গর্গের মৃত্যুর ব্যাপারে গরিমার অবস্থান কী?
উত্তর: তিনি মনে করেন ঘটনাটি স্পষ্ট নয় এবং জুবিনকে সময়মতো উদ্ধার করা হয়নি—এর উত্তর তিনি চান।

৯. প্রশ্ন: জুবিনের মৃত্যুর সময় তিনি কোন প্রশ্ন তুলেছিলেন?
উত্তর: জুবিন সাঁতার কাটার মতো অবস্থায় ছিলেন না, তবুও তাঁকে উদ্ধার করা হয়নি কেন—এটা তিনি জানতে চান।

১০. প্রশ্ন: চিকিৎসকদের মতে গরিমার সুস্থতার জন্য কী সবচেয়ে জরুরি?
উত্তর: পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাবার এবং মানসিক সহায়তা।

#ZubeenGarg
#GarimaSaikiaGarg
#HealthUpdate

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক