ব্যাডমিন্টন খেলতে গিয়ে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’এ মৃত মাত্র ২৫ বছর বয়সী এক যুবক। যে ঘটনা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের নাগল স্টেডিয়ামে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ। যা দেখার পর চিন্তার ভাঁজ প্রত্যেকের কপালে।
ভিডিওতে দেখা যায় চারজন মিলে ব্যাডমিন্টন খেলছেন। শুরুর দিকে ওই যুবককে বেশ সক্রিয়ভাবেই অংশগ্রহণ করতে দেখা যায়। এরপর হঠাৎ করেই মাটিতে পড়ে যায় ওই যুবক। জানা গিয়েছে তৎক্ষণাৎ তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই প্রথম নয় এর আগেও এরকম একাধিক দৃশ্য উঠে এসেছে। যেখানে খুব কম বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা গিয়েছে মানুষদের। যার ফলে এখন সকলের মনে একটাই প্রশ্ন শারীরিক দিক দিয়ে ফিট থাকার পরেও কীভাবে এমন ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা?
এই অকালমৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে? আসলে এর চেয়েও কমবয়সী মানুষদের ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ মারা যেতে দেখা গিয়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে পরিবর্তনশীল জীবনশৈলী মানুষের স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম সুস্বাস্থ্যের জন্য ভীষণই জরুরী।
তবে ইঁদুরদৌড়ের এই যুগে মানুষ নিজের খেয়াল রাখতে ভুলে যাচ্ছেন। আর তার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যে। বর্তমানে মানুষ সময় বাঁচানোর জন্য বেশিরভাগ সময়ই বাইরের খাবার খেয়ে থাকেন। এছাড়াও অসমাপ্ত কাজ শেষ করতে বেশিরভাগ রাত জেগেই কাটিয়ে দেন। সবকিছু মিলিয়ে মৃত্যু নেমে আসছে খুব কম বয়সেই।