kmc 20240720 075619

গত ১২ই জুলাই ধুমধাম করে মহা সমারোহে বিয়ে সম্পন্ন হয়েছে মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। দীর্ঘ কয়েক মাস ধরে তাদের বিয়ের অনুষ্ঠান চলেছে। প্রাক বিবাহ ও বিবাহ অনুষ্ঠান চলেছে এক নাগাড়ে। এদিকে বিয়ে শেষ হওয়ার পরেও নানান আচার-অনুষ্ঠানের সমারোহ লেগে রয়েছে। এদিকে বিয়ের তিন দিন মুম্বাই ছিল সাজো সাজো রব। জানা যাচ্ছে, ছেলের বিয়েতে মুকেশ আম্বানি ৫০০০ কোটি টাকা খরচ করেছেন।

kmc 20240720 074952

ইতিহাসের পাতায় সবথেকে বেশি খরচ যে বিয়েতে হয়েছে তা হলো যুবরাজ চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার বিয়ে।

kmc 20240720 073405
চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার বিয়ে

তাদের বিয়েতে খরচ হয়েছিল ৪০১ কোটি টাকা। যদিও সেইসময় এই টাকার অঙ্ক অনেকটাই ছিল।

kmc 20240720 073336

চার্লস ও ডায়ানার বিয়েতে হাজির ছিলেন সাড়ে তিন হাজার অতিথি। এবার তাদের বিয়ের রেকর্ডকেও ছাপিয়ে গেলো অনন্ত আম্বানির বিয়ে।

kmc 20240720 073316

১২ই জুলাই মুম্বইয়ে জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ছেলের বিয়ে উপলক্ষে ৫০০০ কোটি টাকা খরচ করেছেন মুকেশ। এত টাকা খরচ হলেও সবথেকে বেশি নজর কেড়েছে বিয়েতে পরা অনন্তের ঘড়ি। নানান সময়ে তাকে একাধিক ঘড়ি পরতে দেখা গিয়েছে। অনন্ত বিয়েতে যে ঘড়িটি পরেছেন সেটির দাম ৬৭ কোটি টাকা।

kmc 20240720 073258

এর পাশাপাশি মুকেশ আম্বানির নীতা আম্বানির গলার হারও নজর কেড়েছে। তার দাম শোনা যাচ্ছে ৪০০-৫০০ কোটি টাকা।

kmc 20240720 073128

পাশাপাশি বর ও কনের জন্য নামি-দামি পোশাও নজরে এসেছে। বিয়েতে সকলের জন্য নানান দামি উপহারের ব্যবস্থা ছিল।

kmc 20240720 073154

বলিউড সেলেবদের ২ কোটি টাকা মূল্যের ঘড়ি দেওয়া হয়েছে। এর পাশাপাশি খাবারের তালিকায় ছিল আড়াই হাজার নিরামিষ পদ।

kmc 20240720 073025

দেশের নানান প্রান্তের পদ ছিল সেই মেনুতে। এছাড়া বিয়ের কার্ডটি ছিল নজরকাড়া।

kmc 20240720 072958

তবে শুধু বলিউড নয়, দেশ বিদেশ থেকে নানান নামি-দামি তারকারা হাজির হয়েছিলেন অনন্ত আম্বানির বিয়েতে। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে সহ একাধিক তারকাকে হাজির থাকতে দেখা গিয়েছে। খেলার জগতের তারকদের দেখা গিয়েছে বিয়েতে। গোটা দেশ জুড়েই বিয়ের নিমন্ত্রিতরা হাজির ছিলেন এই বিয়েতে। এছাড়া জন সিনা, কিম কারদাশিয়ানের মতন তারকাদেরও দেখা গিয়েছে।