‘পুষ্টিকর খাবার খাওয়ার পেছনেই …!’ মাসে ৬ লাখ টাকা খোরপোশ দাবি মহিলার! কী জানালো কর্নাটক হাই কোর্ট?

গত বুধবার কর্ণাটক হাইকোর্টে একটি মামলাতে একটি মহিলাকে কোট থেকে ধমক দিল। মহিলাটির ডিভোর্সের আবেদনের জন্য কোট প্রতি মাসে ৫০০০০ টাকা তার খরপোষ হিসেবে ধার্য করেছিল, কিন্তু মহিলাটি সেই টাকাতে সন্তুষ্ট নন, তিনি বলেন তার মাসে ছয় লাখ টাকার ওপরে খরচ হয়, তাই তার খরপোষের টাকা পাঁচ লাখ করে বাড়াতে হবে।

মামলাকারীর কথা শুনে বিচারপতি ললিতা কান্নেগন্তির বলেন, যদি কেউ এত সৌখিন হয়, এত টাকা খরচ করতে চায় তাহলে তার নিজের অর্থ উপার্জন করে খরচ করা উচিত, এভাবে যা খুশি তাই খরপোষ দাবি করা যায় না। স্বামীর ইনকামের উপর ভিত্তি করে কখনোই খরপোষের টাকার পরিমান এতটা বাড়ানো যায় না।

মহিলাটির উকিল কোর্ট কে জানান যে তার মক্কেল অনেক ঘুরতে-ফিরতে পছন্দ করেন এবং তাকে অনেক দামী দামী পুষ্টিকর খাবার খেতে হয়, শুধু খাওয়ার পেছনেই তার প্রচুর টাকা বেরিয়ে যায়। উকিল এও জানান মামলাকারীর প্রাক্তন স্বামী যেসব টি শার্ট বা শার্ট পড়তেন সেগুলোর এক
একটার দাম ১০ হাজার টাকার উপরে। সেক্ষেত্রে তার স্বামীর মাসে প্রচুর টাকা খরচা হয়।

তিনি বলেন,তাহলে তার মক্কেলের দৈনন্দিন জীবনে আরও অনেক বেশি টাকা খরচ হয় সেটাও তার প্রাক্তন স্বামীকেই দিতে হবে। এরূপ কথা শুনে বিচারপতি বলেন কোর্ট সঠিক বিচার দেওয়ার জায়গা এটি বাজার নয় যে এখানে এসে খরপোষের দাম দর করবেন। আপনার মক্কেল এই কথাটি বুঝতে পারছেন না, কিন্তু আপনি একজন আইনজীবী হয়েও এই বিষয়টি বুঝতে পারছেন না কেন? কোর্ট থেকে আরও একটি বার সুযোগ দিল মামলাকারীকে তার মাসিক খরচার সঠিক হিসেব দেওয়ার জন্য। তবে বিচারপতি জানিয়ে দেন এটিই তার শেষ সুযোগ।

আরও পড়ুন,
*ঘটনাস্থল আগের মত নেই, আর জি কর কাণ্ডে CBI তদন্তে সমস্যার কথা জানাতেই বিস্মিত সুপ্রিম কোর্ট!

error: Content is protected !!