টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি তার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। আর তা নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েী সঙ্গে ৫০তম জুটির ছবি ‘অযোগ্য’ মুক্তি পেয়েছে বড় পর্দায়। এদিকে ছবি মুক্তির আগে দুই বার ইডির তরফে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। তবে অবশেষে ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী। প্রায় পাঁচ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷
এদিকে বক্স অফিসে ‘অযোগ্য’ সুপারহিট। ছবির প্রমোশনেী জন্য একাধিক জায়গায় যেতে হয়েছে তাকে। আর এসবের জন্য বেশ ক্লান্ত ঋতুপর্ণা। আর এই কাজের চাপ থেকে কয়েকদিনের খোলামেলা পরিবেশে কাটানোর জন্য তিনি নির্জন দ্বীপ খুঁজে নিলেন। আর সেখান থেকেই একাধিক ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
অভিনেত্রী কোথায় গিয়েছেন তা জানা না গেলেও তিনি যে কোনো দ্বীপে গিয়েছেন তা স্পষ্ট। সেখানে গিয়ে একান্তে সময় কাটাচ্ছেন তিনি। ছবিতে তাকে দেখা গিয়েছে সাদা নেটের টপ পরে। চোখে রয়েছে সানগ্লাস ও খোলা চুলে বেশ কিছু সেলফি তুলেছেন তিনি। তাকে দেখে বোঝা যাচ্ছে ট্যান পরেছে। কিন্তু শহর ছেঈে নির্জন দ্বীপে সেসবের তোয়াক্কা করছেন না অভিনেত্রী। বরং চুটিয়ে নির্জনতা উপভোগ করছেন।
এদিকে মেকাপ ছাড়া ছবিতে ট্রোল হলেন ঋতুপর্ণা। তার মেকাপ ছাড়া ছবি দেখে অনেকে বলছেন, তাকে জঘন্য লাগছে। এসবের কোনো জবাব দেননি তিনি। এদিকে টানা পাঁচ ঘন্টা ইডির দফতরে জিজ্ঞাসাবাদের পর তিনি যখন দফতর ছেড়ে বেরিয়ে আসেন তখন তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ওরাও (তদন্তকারীরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।”
জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য পান। এরপরই অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়৷ অবশেষে হাজিরা দিলেন অভিনেত্রী৷ অপরদিকে তার অভিনীত ছবি বক্স অফিসে বেশ হিট।