‘একবারই হার্টব্রেক হয়েছে’, জাহ্নবীর হৃদয়ের ক্ষত মুছতে কে সাহায্য করলো? জানেন?

বলি পাড়ার তারকাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যে নানান গুঞ্জন শোনা যায়। তেমনই একজন হলেন জাহ্নবী কাপুর। তাকে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও অবশেষে তিনিই তার সম্পর্কে সিলমোহর দিয়েছেন। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সম্পর্কে রয়েছেন তার ছোটোবেলার বন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গে। এখন জাহ্নবীকে সবসময় তার পুরুষবন্ধুটির সঙ্গে দেখতে পাওয়া যায়। যেকোনো পার্টিতে বা বাইরে বেরোলে শিখরের সঙ্গেই থাকেন জাহ্নবী।

এদিকে মেয়ের সম্পর্ক নিয়ে এবার খোলামেলা কথা বললেন বনি কাপুর। তিনি নিজেই এক সাক্ষাৎকারে জাহ্নবী ও শিখরের সম্পর্কের কথা জানিয়েছেন। এর পাশাপাশি জাহ্নবী এক সাক্ষাৎকারে শিখরের সঙ্গে প্রেমকে পরিণতি দেওয়ার বিষয়ে কথা বলেছেন। এবার পিঙ্কভিল্লার মাস্টারক্লাসে জাহ্নবী কবে বিয়ো করতে চলেছেন তা নিয়েও তাকে জিগ্যেস করা হয়৷ তবে এই বিষয়ে অভিনেত্রী নরমভাবেই উত্তর দিয়েছেন।

তিনি জানিয়েছেন, “আমি এখন আমার জীবনে খুব খুশি। আমার বা ওর এই মুহূর্তে সময় গোনারও সময় নেই।” এরপর অনুরাগীরা জাহ্নবীকে মজা করে বলেন তাদের নামের হ্যাশট্যাগ হতে পারে ‘জ্যাশ’। তবে জাহ্নবী জানান তার এসব পছন্দ না। তারপরই তিনি বলেন, তাদের নামের হ্যাশট্যাগ হওয়া উচিত ‘জানওয়ার।’

যদিও জাহ্নবী ও শিখরের প্রেম হয় ছোটোবেলাতেই। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘদিন তারা একে অপরের থেকে আলাদা থাকার পর ফের সম্পর্কে জড়ায় তারা। জাহ্নবী তাই এই বিষয়ে বলেন, “আমার শুধুমাত্র একবারই হার্টব্রেক হয়েছে। কিন্তু সৌভাগ্যবশত, সেই ব্যক্তিই জীবনে ফিরে এসেছেন এবং আমার হৃদয়ের ক্ষত মুছতে সাহায্য করেছে। সুতরাং, সব মিলিয়ে শেষটা ভালোই হয়েছে।”

এসবের বাইরে জাহ্নবীর কাজের জগত বেশ ভালোই চলছে। একের পর এক ছবিতে তিনি অভিনয় করছেন। সম্প্রতি রাজকুমার রাও-এর সামনে তাকে দেখা গিয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে। আগামীতে সুধাংশু সারিয়া পরিচালিত ‘উলাঝ’ ছবিতে দেখা যাবে জাহ্নবীকে।

আরও পড়ুন,
*ভেঙ্কটেশ প্রভুর দেওয়া উপহার, ১৫০ কোটি টাকার বাড়ি কেনা বিতর্কে কি জবাব দিলেন ধনুশ?