৭ কোটি টাকার সম্পত্তি বিক্রি করলেন সংগীতশিল্পী সোনু নিগম!

সময়ের সাথে সাথে মানুষ বিনিয়োগ সম্পর্কে অনেকটাই সচেতন হয়েছেন। বিশেষ করে তারকাদের মধ্যে এই বিষয়টি অনেক আগে থেকেই লক্ষ্য করা যায়। তারা মূলত জমি, ফ্ল্যাট বা বাড়ি কিনে তাতে বিনিয়োগ করেন। বলিউডের প্রথম সারির তারকারা এই তালিকায় রয়েছেন।

আসলে ফ্ল্যাট বা বাড়ি কিনে সেগুলি মোটা টাকায় ভাড়া দেন তারা। এরপর প্রয়োজনমতো সঠিক সময়ে বিক্রিও করে দেন। সেরকমই একটি সম্পত্তি বিক্রি করলেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরি এলাকায় ২১৩১ বর্গফুট একটি সম্পত্তি বিক্রি করেছেন তিনি।

এখানকার প্রতি বর্গফুটের দাম ৩২,৮৪৮ টাকা। সেখানে দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। জানা গিয়েছে মোট ৭ কোটি টাকায় এই সম্পত্তি বিক্রি করেছেন তিনি। বিগত এক বছরের মধ্যে তাদের পরিবারে বেশ কিছু সম্পত্তি কেনাবেচা হয়েছে। কিছু তারা কিনেছেন সোনুর নামে আবার কিছু কেনা হয়েছে তার বাবার নামেও।

আরও পড়ুন,
মাত্র ১১ বছরেই সোনুর প্রতিভার প্রমাণ পেয়েছিলেন, গায়কের পাশের এই ছোট্ট বাচ্চাটি এখন শিল্পী, চিনতে পারলেন?

গত ২৮ শে জুন সোনু এই সম্পত্তিটি বিক্রির জন্য দলিল নথিভুক্ত করেছিলেন। যদিও সেই নথির ই-মেইল পাঠানো হয়েছিল আগম কুমার নিগমকে। কারণ, সেই নথিতে দেখা যায় চলতি বছরের শুরু দিকে ১২ কোটি টাকার একটি সম্পত্তি কিনেছিলেন তার বাবা।

শুধু তাই নয় পশ্চিম আন্ধেরিতে আরো একটি সম্পত্তি কিনেছিলেন তিনি। ইতিমধ্যেই যার জন্য ৭২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। যদিও তাদের বাড়িতে কী কারণে এতো সম্পত্তির কেনাবেচা হচ্ছে তা জানা যায়নি। অন্যদিকে সোনু গত বছরেও আন্ধেরিতে ১১.৩৭ কোটি টাকায় দুটি সম্পত্তি কিনেছিলেন।

আরও পড়ুন,
*১২ বছরের সম্পর্ক, আদৌ তোমাদের মধ্যে প্রেম ছিল? দেবযানী-ঋষির সম্পর্ক নিয়ে সরব অভিনেত্রী প্রিয়া