বলি পাড়ার ছোট পর্দার অভিনেত্রী তিনি৷ এর পাশাপাশি তাকে দেখা গিয়েছে ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হিসেবে। তিনি হলেন হিনা খান। বর্তমানে তিনি ক্যান্সার আক্রান্ত। আর এই কথা নিজেই সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে তার চিকিৎসা চলছে। আর এই লড়াইয়ে জিতে ফিরবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হিনা।
বর্তমানে তার চলছে কেমোথেরাপি। আর সেই কারণে চুল উঠছে। তবে সেই জায়গায় যাওয়ার আগে নিজের চুল নিজেই কেটে ফেলে চুলকে সম্পূর্ণ বিদায় জানালেন হিনা। বর্তমানে হিনার ক্যান্সার স্টেজ থ্রী-এর পর্যায় রয়েছে। সম্প্রতি হিনা তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি তার ত্বকের যত্নের কথা তুলে ধরেছেন।
এই ভিডিওতে দেখা গিয়েছে হিনার চুল একেবারে ছাঁটা। হিনাকে তার ভিডিওতে পিগমেন্টেশনের সমস্যায় ত্বকের যত্নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কথা বলেছেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে সকলেই হিনাকে সাহসী নারী বলেছেন। একজন লিখেছেন, “চুল ছাড়াও দেখতে সুন্দর লাগে।” আরেকজন মন্তব্য করেছেন, “দ্রুত আরোগ্য কামনা করছি।”
সকলেই হিনাকে তার কঠিন যাত্রার জন্য সাহস জুগিয়েছেন। কেমোথেরাপি শুরু হওয়ার পর নিজের চুল ছোটো করে কেটে হিনা বলেছিলেন, “আমি এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজেকে সম্ভাব্য সব সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সুন্দর চুলগুলি পড়তে শুরু করার আগেই তাঁদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “কয়েক সপ্তাহ ধরে এই মানসিক বিপর্যয় সহ্য করতে চাইনি। সুতরাং, আমি আমার মুকুট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বুঝতে পেরেছি যে আমার আসল মুকুট আমার সাহস, আমার শক্তি এবং নিজের প্রতি আমার ভালবাসা।” বর্তমানে হিনা এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
জানা গিয়েছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে হিনা খানের। তিনি এর আগে কেমোথেরাপি চলার সময় হাসপাতে শুয়ে জানিয়েছিলেন, তার প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রতিনিয়ত তিনি যন্ত্রণায় ছটফট করছেন।
আরও পড়ুন,
*৭ কোটি টাকার সম্পত্তি বিক্রি করলেন সংগীতশিল্পী সোনু নিগম!